Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবারের হজে শিশুদের নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা

এবারের হজে শিশুদের নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা
ফাইল ছবি

চলতি বছর হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। শিশুদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা দিতে এবং হজ পালনের সময় কোনো ক্ষতির সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয় জানিয়েছে, হজে যেতে শিশুদের ন্যূনতম বয়স হতে হবে ১২ বছর। গত বছর শিশুদের জন্য সর্বনিম্ন এই বয়স নির্ধারণ করে দেয় সৌদি সরকার।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা আগে হজ করতে পারেননি তাদের এবারের হজে অগ্রাধিকার দেওয়া হবে। এর মাধ্যমে সুবিচার ও হজের পুনরাবৃত্তি কমিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।

এবারের হজ মৌসুমের জন্য নিবন্ধন করতে নুসুক অ্যাপ এবং অফিশিয়াল অনলাইন পোর্টালের মাধ্যম সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছে। হজযাত্রীদের তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং কোনো ছাড়ের জন্য আবেদন করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের তাদের পছন্দের প্যাকেজ নিয়ে ই-ওয়ালেট টপ আপ নিশ্চিত করতে হবে। তারপর তাদের নির্বাচন চূড়ান্ত করতে হবে। দেশীয় হজযাত্রীরা এখন তাদের হজ প্যাকেজের জন্য তিনটি কিস্তিতে অর্থ পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তি, যা প্যাকেজের খরচের ২০ শতাংশ, বুকিং করার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে, এবং দ্বিতীয় ও তৃতীয় কিস্তি—প্রতিটির পরিমাণ প্যাকেজের মোট খরচের ৪০ শতাংশ—যথাক্রমে রমজান ২০ এবং শাওয়াল ২০ তারিখে পরিশোধ করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্ত কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত একটি বুকিং নিশ্চিত হবে না এবং প্রতিটি আংশিক পরিশোধের জন্য রসিদ দেওয়া হবে।

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত ৪, আহত ছাড়াল ৬০০

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শতাধিক

ইসরায়েলের সঙ্গে পাঁচ বছরের যুদ্ধবিরতিতে রাজি হামাস

আবুধাবিতে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি

গাজায় চলমান বর্বরতায় ঢাকা পড়ে যাচ্ছে পশ্চিম তীরে ইসরায়েলের নির্মমতা-নৃশংসতা

হুতিদের হাতে ৭টি ড্রোন হারিয়ে ২০ কোটি ডলার খোয়াল যুক্তরাষ্ট্র

একুশ শতকের অশউইৎজ গাজা, হোতা জায়নবাদী ইসরায়েল: হামাস

ইসরায়েলে দাবানলে পুড়ল সংরক্ষিত বনাঞ্চল, জলে গেল কোটি টাকার পুনরুদ্ধার প্রকল্প

মে মাসে সৌদি আরব যাচ্ছেন ট্রাম্প, হাতে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্যাকেজ

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর এক মাসে প্রাণহানি ছাড়াল ২ হাজার