Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ২৫০০ কোটি ডলারের বিনিয়োগ স্থগিত করল ইনটেল

ইসরায়েলে ২৫০০ কোটি ডলারের বিনিয়োগ স্থগিত করল ইনটেল

বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল ইসরায়েলে ২ হাজার ৫০০ কোটি ডলারের বিনিয়োগ স্থগিত করেছে। ইসরায়েলি বাণিজ্যভিত্তিক সংবাদমাধ্যম ক্যালকালিস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইন্টেলের কাছে জানতে চাইলে প্রতিষ্ঠানটি বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। 

ইন্টেলের প্রতিবেদনটি সম্পর্কে জানতে চাওয়া হলে মার্কিন কোম্পানিটি সরাসরি ইসরায়েলে তাদের প্রকল্পের উল্লেখ না করে এক বিবৃতিতে বলেছে, বড় প্রকল্পগুলোর পরিবর্তিত সময়সীমার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন আছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল আমাদের বিশ্বব্যাপী উৎপাদন, গবেষণা ও উন্নয়ন সাইটগুলোর মধ্যে একটি। এই যাত্রা অব্যাহত আছে এবং আমরা এই অঞ্চলের জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

বিবৃতিতে বলা হয়, ‘বড় আকারের প্রকল্পগুলো পরিচালনা করার ক্ষেত্রে, বিশেষ করে আমাদের (চিপ নির্মাণ) শিল্পে প্রায়শই পরিবর্তিত সময়সীমার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো পরিস্থিতিতে পড়তে হয়। আমাদের এ ধরনের সিদ্ধান্তগুলো ব্যবসার পরিস্থিতি, বাজারের গতিশীলতা এবং দায়িত্বশীল মূলধন ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে নেওয়া হয়।’ 

এর আগে, গত বছরের ডিসেম্বরে ইসরায়েল সরকার দক্ষিণ ইসরায়েলে আড়াই হাজার কোটি ডলারের চিপ নির্মাণ কারখানা তৈরির জন্য ইন্টেলকে ৩২০ কোটি ডলার অনুদান দিতে সম্মত হয়েছিল। সে সময় ইন্টেল জানিয়েছিল, ইসরায়েলের কিরয়াতে এই কারখানা তৈরি করা হবে। অবশ্য সেখানে আগে থেকেই ইন্টেলের একটি চিপ নির্মাণ কারখানা বিদ্যমান। 

ইন্টেল ইসরায়েলে চারটি চিপ উৎপাদন ও উন্নয়ন কারখানা পরিচালনা করে, যার মধ্যে কিরিয়াতের ফ্যাব-২৮ নামক উৎপাদন কারখানাটি উল্লেখযোগ্য। কারখানাটিতে ইন্টেল-৭ টেকনোলজি বা ১০ ন্যানোমিটারের চিপ তৈরি করে। উল্লেখ্য, নতুন কারখানাটি ২০২৮ সালের মধ্যে চালু করার কথা ছিল। বর্তমানে ইসরায়েলে ইন্টেলের ১২ হাজার কর্মী আছেন।

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত ৪, আহত ছাড়াল ৬০০

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শতাধিক

ইসরায়েলের সঙ্গে পাঁচ বছরের যুদ্ধবিরতিতে রাজি হামাস

আবুধাবিতে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি

গাজায় চলমান বর্বরতায় ঢাকা পড়ে যাচ্ছে পশ্চিম তীরে ইসরায়েলের নির্মমতা-নৃশংসতা

হুতিদের হাতে ৭টি ড্রোন হারিয়ে ২০ কোটি ডলার খোয়াল যুক্তরাষ্ট্র

একুশ শতকের অশউইৎজ গাজা, হোতা জায়নবাদী ইসরায়েল: হামাস

ইসরায়েলে দাবানলে পুড়ল সংরক্ষিত বনাঞ্চল, জলে গেল কোটি টাকার পুনরুদ্ধার প্রকল্প

মে মাসে সৌদি আরব যাচ্ছেন ট্রাম্প, হাতে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্যাকেজ

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর এক মাসে প্রাণহানি ছাড়াল ২ হাজার