হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে আরব নেতাদের তোড়জোড় শুরু হয়েছে

অনলাইন ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ছবি: আল-জাজিরা

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া আরব নেতারা একটি বৈঠকে অংশ নিয়েছেন।

এ বিষয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে অনুষ্ঠিত ওই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে চলমান সংঘাত বন্ধের বিষয়ে আলোচনা করছেন নেতারা। সমস্যাগুলোর সমাধানের জন্য আন্তর্জাতিক মহলকে কীভাবে রাজি করানো যায়, সেই বিষয়টি নিয়েও আলোচনা চলছে।

এর আগে গত বছরের অক্টোবরেও সৌদি আরবের রিয়াদেই গাজা যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য রিয়াদে আরব নেতারা এক হয়েছিলেন। পরে গত বছরের নভেম্বরে এই বিষয়ে আরও একটি সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল।

এবারের সম্মেলন প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আগ্রাসন থামানো, বেসামরিক মানুষকে রক্ষা, ফিলিস্তিনসহ ইসরায়েলের হামলায় বিপর্যস্ত লেবাননের নাগরিকদের পাশে দাঁড়ানো এবং এই হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ তৈরির পাশাপাশি মধ্যপ্রাচ্যে একটি টেকসই শান্তি ফেরানোর উপায় নিয়ে আলোচনা হচ্ছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু ও লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিমহ এই সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যাকে প্রত্যাখ্যান করছি।’

এদিকে দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে আবারও উড়িয়ে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টিকে একটি অবাস্তব লক্ষ্য হিসেবে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, ‘আমার মনে হয় বর্তমান সময়ে এটা কোনো বাস্তবসম্মত বিষয় নয়। আমাদের অবশ্যই বাস্তববাদী হতে হবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেটা হবে হামাসের রাষ্ট্র।’

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

ইসরায়েলের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, মন্ত্রিসভার সম্মতির অপেক্ষা

গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত, একদিন পিছিয়ে কার্যকর হতে পারে সোমবার থেকে

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইসরায়েল, অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক আজ

যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েও গাজায় ব্যাপক হামলা চালাল ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে কী আছে

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল

গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা

সেকশন