হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলায় ৫ ত্রাণকর্মী নিহত, ‘হৃদয় ভেঙেছে’ হোয়াইট হাউসের

অনলাইন ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন মার্কিন ত্রাণ সহায়তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে হোয়াইট হাউস। তারা বলেছে, এ দুর্ঘটনায় তাদের ‘হৃদয় ভেঙেছে’। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের অন্তত পাঁচ কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও আছেন। বিদেশিরা যথাক্রমে পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক। বাকিরা ফিলিস্তিনি। 

গাজা উপত্যকার দায়ের এল-বালাহে ইসরায়েলি হামলায় ওই পাঁচজন নিহত হন। যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ওই পাঁচ কর্মীর সবার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় ওয়ার্ল্ড কিচেন সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বলেছে, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। মানবিক সহায়তা কর্মী ও বেসামরিক নাগরিকেরা কখনোই লক্ষ্য হওয়া উচিত নয়।’ 
 
এদিকে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস শোক প্রকাশ করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটস সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই হামলার ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে এবং আমরা শোকাহত।’ 

হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেছেন, ‘মানবিক সাহায্যকর্মীদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। কারণ তাঁরা এমন সহায়তা প্রদান করেন, যা অত্যন্ত প্রয়োজনীয় এবং আমরা ইসরায়েলকে দ্রুত এ ঘটনা তদন্ত করার অনুরোধ করছি।’ 

এদিকে, গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৮৪৫ জন ফিলিস্তিনি নিহত ও ৭৫ হাজার ৩৯২ জন আহত হয়েছে। অথচ, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র একবারও ফিলিস্তিনিদের নিহত বা আহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক কোনো শোক প্রকাশ করেনি।

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

ইসরায়েলের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, মন্ত্রিসভার সম্মতির অপেক্ষা

গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত, একদিন পিছিয়ে কার্যকর হতে পারে সোমবার থেকে

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইসরায়েল, অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক আজ

যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েও গাজায় ব্যাপক হামলা চালাল ইসরায়েল

সেকশন