হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আলেপ্পোতে বিদ্রোহীরা ঢুকে পড়ার পর বিমান হামলা করছে রাশিয়া

আলেপ্পোর রাজপথে এখন বিদ্রোহীরা। ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সন্ত্রাসী গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস নতুন করে হামলা চালানোর পর সিরিয়ার সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে। এতে রাশিয়ার যুদ্ধবিমান অংশ নিচ্ছে। এরই মধ্যে ২৩টি বিমান হামলা করেছে রুশ বাহিনী।

গতকাল শুক্রবার মস্কো জানিয়েছে, সিরিয়ান আরব আর্মিকে সমর্থন দেওয়ার জন্য রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র ও গোলাবারুদ এবং লোকবলের ওপর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে।

সিরিয়ায় রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান কর্নেল ওলেগ ইগনাসয়ুক সাংবাদিকদের জানান, বিগত ২৪ ঘণ্টায় অন্তত ২০০ উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে। এর আগের দিন রাশিয়া ও সিরিয়ার সম্মিলিত বাহিনীর হামলায় ৪০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে তিনি জানান।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসএইচওআর) জানিয়েছে, রুশ বিমান হামলায় এ পর্যন্ত ৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার এইচটিএস কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এবং তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছিল, তাদের যোদ্ধারা আলেপ্পোর বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। তারা দাবি করেছিল, আলেপ্পো ও ইদলিব প্রদেশের ৪০০ বর্গ কিলোমিটার এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে তারা সিরিয়ার সামরিক বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণে ভারী অস্ত্র ও গোলাবারুদ দখলের দাবি করে।

এদিকে, সিরিয়া সরকার জানিয়েছে, তাদের সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসবাদীদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নেওয়া বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে। এ ছাড়া, স্থানীয় গণমাধ্যম জানিয়েছে- ইদলিব এবং আলেপ্পোয় সিরিয়ার সরকার বাড়তি সেনা মোতায়েন করেছে।

২০২০ সালে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় হায়াতে তাহরির আশ-শাম এবং সিরিয়া সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। প্রায় চার বছর পরে এসে সেই চুক্তি লঙ্ঘন করে এই সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্রবাদী তাণ্ডব চালাল।

এসএইচওআর জানিয়েছে, বুধবার শুরু হওয়া এইচটিএস ও মিত্র বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক। এই অভিযান গত কয়েক বছরের মধ্যে সিরিয়া সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ। বিদ্রোহীরা ২০১৬ সালে সরকারি বাহিনীর ধাওয়া খেয়ে আলেপ্পো থেকে বিতাড়িত হওয়ার পর এবারই প্রথম শহরটিতে প্রবেশ করেছে।

হিজবুল্লাহর অধিকাংশ ঘাঁটি এখন লেবাননের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে

রাফাহকে গাজা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল

সিরিয়ায় ইসরায়েলের বাড়াবাড়িতে ক্ষুব্ধ এরদোয়ান

মার্কিন সহায়তায় হুতিদের নিশ্চিহ্ন করতে চায় ইয়েমেন সরকার, ৮০ হাজার সেনা প্রস্তুত

ওমানে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক হলো, মুখ দেখাদেখি হলো না

‘মার্চ ফর গাজায়’ নেতানিয়াহুকে জুতাপেটার খবর ইসরায়েলি গণমাধ্যমে

পরমাণু আলোচনায় ছাড় দিয়ে সমাধানে আগ্রহী ইরান-যুক্তরাষ্ট্র

ইসরায়েলি বর্বরতায় ‘নরকতুল্য’ গাজা, ত্রাণ-চিকিৎসা প্রায় বন্ধ

আরব আমিরাতে মোবাইল, চুলের কাটিং ও অভিভাবকের পোশাক নিয়ে নতুন নির্দেশনা

ইসরায়েলি হামলায় আরও ২৯ ফিলিস্তিনি নিহত, গাজায় পানীয় জলের তীব্র সংকট