হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান নিহত

অনলাইন ডেস্ক

হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ। ছবি: এএফপি

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।

আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজাজি জানান, এর আগেও মোহাম্মদ আফিফ স্থানীয় ও আঞ্চলিক মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি হুমকি পেয়েছিলেন।

তিনি বলেন, ‘যারা ইসরায়েলের অত্যাচারের প্রকৃত সত্য উন্মোচন করে, তাঁরাই তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মোহাম্মদ আফিফ ছিলেন এমন একজন। এভাবে হত্যা করে তাঁরা আমাদের প্রতিরোধ আন্দোলনকে দমন করার চেষ্টা করছে।’

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা বাঁচি বা না বাঁচি, আমরা যেকোনো মূল্যে তাদের প্রতিরোধ করব।’

হিজাজি জোর দিয়ে বলেন, ‘আফিফ যোদ্ধা নন, একজন গণমাধ্যম কর্মী ছিলেন। তিনি হিজবুল্লাহর কোনো সামরিক ইউনিটের নেতৃত্ব দিতেন না। তিনি আমাদের একটি মিডিয়া ইউনিটের প্রধান ছিলেন।’

আলি হিজাজি জানান, যে ভবনটিতে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় সেটি বাথ পার্টির মালিকানাধীন ছিল। তবে হামলার সময় ভবনে কোনো বেসামরিক লোক ছিল না। চলমান যুদ্ধের সময় এই ভবনটিতে শুধু দলীয় সভা অনুষ্ঠিত হয়েছিল।

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

ইসরায়েলের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, মন্ত্রিসভার সম্মতির অপেক্ষা

গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত, একদিন পিছিয়ে কার্যকর হতে পারে সোমবার থেকে

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইসরায়েল, অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক আজ

যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েও গাজায় ব্যাপক হামলা চালাল ইসরায়েল

সেকশন