Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীর সংযুক্ত করতে পরিকল্পনা বাস্তবায়ন করছেন ইসরায়েলি অর্থমন্ত্রী: প্রতিবেদন

অনলাইন ডেস্ক

পশ্চিম তীর সংযুক্ত করতে পরিকল্পনা বাস্তবায়ন করছেন ইসরায়েলি অর্থমন্ত্রী: প্রতিবেদন

ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করে নিতে নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন দেশটির অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বেজালেল স্মতরিচ। এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আরোনাথ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীরের প্রকৃত সংযুক্তির দিকে পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে বেজালেল স্মতরিচ তাঁর পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছেন। 

হিব্রু সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, স্মতরিচ প্রকৃত সংযুক্তির লক্ষ্যে তাঁর পদক্ষেপের অংশ হিসেবে পশ্চিম তীর নিয়ন্ত্রণের বর্তমান বাস্তবতা পরিবর্তন করছেন। এতে আরও বলা হয়, ইসরায়েলের বর্তমান সরকারের বিশ মাস মেয়াদে স্মতরিচ পশ্চিম তীরে ইহুদি ও ফিলিস্তিনিদের মধ্যকার পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন। 

ইয়েদিওথ আরোনাথের প্রতিবেদনে আরও বলা হয়, প্রকৃত ঐতিহাসিক পরিবর্তন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে ঘটে এবং মাঠে এটি একটি অপরিবর্তনীয় বাস্তবতায় পরিণত হয়। উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে পশ্চিম তীরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সিদ্ধান্ত এখন স্মতরিচের হাতে। এখন নেতানিয়াহুর সামনে একটাই উপায় তাঁকে বাঁধা না দিয়ে সমর্থন করে যাওয়া। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্মতরিচ পশ্চিম তীরে তাঁর দুই মন্ত্রণালয়কে (অর্থ ও প্রতিরক্ষা) একজোড়া সাঁড়াশির মতো ব্যবহার করেছিলেন। অর্থাৎ, তিনি অর্থ ও অস্ত্র উভয় বিষয়কে পশ্চিমে তাঁর পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করেছেন। তবে কীভাবে করেছেন সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি। 

প্রতিবেদন অনুসারে, বেজালেল স্মতরিচ মূলত ২০১৭ সাল থেকেই এই পরিকল্পনা করে আসছেন। সে সময় তিনি যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তা পরিবর্তন হয়নি। বিশেষ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পতন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা রোধ এবং জর্ডান নদী ও ভূমধ্যসাগরের মাঝামাঝি ভূখণ্ডে বসবাসকারী ৭০ লাখ ফিলিস্তিনিকে এমন একটি পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেওয়া, যাতে তারা হয় যুদ্ধে মারা যাও, নয়তো বিদেশ চলে যাও কিংবা চিরকালের জন্য দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে যাও।

২১ বছর ইসরায়েলি কারাগারে, মুক্তির এক সপ্তাহ পর ছাদ থেকে পড়ে মৃত্যু ফিলিস্তিনির

৬২০ ফিলিস্তিনিকে মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আলোচনা নয়: হামাস

২০ বছর পর পশ্চিম তীরে ইসরায়েলি ট্যাংক, আরেক গাজার আশঙ্কা

গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

হামাস জিম্মিদের ছাড়লেও ৬ শতাধিক ফিলিস্তিনির মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু

রমজানে মসজিদে লাইভ ও ভিডিও করা নিষিদ্ধ করল সৌদি আরব

ইরাকের তেলে নজর ট্রাম্পের, নিষেধাজ্ঞার হুমকি

গাজায় আরও দুই জিম্মিকে হস্তান্তর, পশ্চিম তীরে ২ শিশুর লাশ ফেলল ইসরায়েল

টাকা চুরির সন্দেহে বকাঝকা, বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

ইসরায়েলি জিম্মিদের মরদেহ নিয়ে কোনো ভুল থাকলে তদন্ত করবে হামাস