হোম > বিশ্ব > পাকিস্তান

৮ জনের মৃত্যুর পর ইমরান খান সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি বাতিল

অনলাইন ডেস্ক

পাকিস্তানের রাজধানী অভিমুখে ইমরান খানের সমর্থকেরা। ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা দেশটির ফেডারেল রাজধানী ইসলামাবাদ অভিমুখে যে লংমার্চ ও অবস্থান কর্মসূচি দিয়েছিল, তা শেষ হয়েছে। গত ২৪ নভেম্বর থেকে ইমরান খানের সমর্থকেরা ইসলামাবাদ অভিমুখে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। টানা তিন দিনের উত্তেজনা শেষে ইমরান খানের ৮ সমর্থকের প্রাণহানির ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইমরান সমর্থকেরা রাজধানী ইসলামাবাদের রেড জোন ডি-চক এলাকায় পৌঁছানোর পর সেই কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্ব আজ বুধবার ঘোষণা করেছে যে, ইসলামাবাদে শুরু হওয়া বহুল প্রচারিত প্রতিবাদ কর্মসূচিটি—যা তিন দিন আগে ২৪ নভেম্বর শুরু হয়েছিল—তা বাতিল করা হয়েছে।

ইসলামাবাদের রেড জোনে অবস্থান নেওয়ার সময় পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইমরান খানের সমর্থকদের ওপর ব্যাপক দমন অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই কর্মসূচিতে নেতৃত্বদানকারী পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

আজ বুধবার পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সরকারের বর্বরতা ও নিরস্ত্র নাগরিকদের জন্য ফেডারেল রাজধানীকে কসাইখানা বানানোর পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছি।’ সাবেক ক্ষমতাসীন দলটি জানিয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনায় ভবিষ্যতে করণীয় কী হবে, তা শিগগির ঘোষণা করা হবে।

পিটিআই আরও জানিয়েছে, সরকারের পক্ষ থেকে নাগরিকদের ওপর চালানো বর্বরতার বিস্তারিত তথ্য দলের রাজনৈতিক এবং কোর কমিটিগুলো বিশ্লেষণ করবে এবং পরে ওই তথ্য ইমরান খানের সঙ্গে শেয়ার করা হবে।

এদিকে, পিটিআই মুখপাত্র জানিয়েছেন, তারা এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হওয়ার খবর পেয়েছেন। তাঁরা হলেন—আনিস শাহজাদ সাত্তি, মালিক মুবিন আওরঙ্গজেব, আবদুল কাদির, মালিক সাফদার আলি, আহমদ ওয়ালি, মুহাম্মদ ইলিয়াস এবং আবদুল রশিদ।

এর আগে, খাইবার পাখতুনখাওয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ দাবি করেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান চলমান বিক্ষোভকে ইসলামাবাদের শহরতলিতে সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন, কিন্তু তাঁর স্ত্রী বুশরা বিবি তাতে সম্মতি দেননি।

পিটিআই নেতা শের আফজাল মারওয়াত জিও নিউজকে জানিয়েছেন, তিনি এবং গান্দাপুর পিটিআই মিছিলের ডি-চকে প্রবেশের পক্ষে ছিলেন না। কারণ খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কর্মীরা যেন কুলসুম হাসপাতালের সীমানা অতিক্রম না করে।

অপরদিকে, পিটিআই মিছিল রেড জোনে প্রবেশ করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অভিযান শুরু করে এবং ইসলামাবাদের ডি-চক থেকে মিছিলকারীদের পিছু হটিয়ে দেয়। পিটিআই কর্মীরা কর্তৃপক্ষের তীব্র টিয়ার গ্যাস নিক্ষেপ এবং অভিযানের পর ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হয়। বুশরা বিবি এবং খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর একটি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

সূত্র জানিয়েছে, ইসলামাবাদ পুলিশের সদস্যরা বুশরা ও গান্দাপুরের পিছু নেয় এবং তাঁদের দেহরক্ষীদের গ্রেপ্তার করে। পরে, মুখ্যমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, তাঁরা দুজনেই নিরাপদে খাইবার পাখতুনখাওয়ায় পৌঁছেছেন।

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরার ৭ বছর

পাকিস্তান এয়ারলাইনসের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড়, তদন্তের নির্দেশ

পাকিস্তানের পাঞ্জাবে মিলল ৩২ হাজার কেজি স্বর্ণের খনি

যৌথ ব্যবসা পরিষদ গঠনে বাংলাদেশ-পাকিস্তানের চুক্তি

ইমরান খানকে কারাগার থেকে গৃহবন্দী করার প্রস্তাব, পিটিআই-সরকার আলোচনায় জটিলতা

বিশ্বব্যাংক থেকে ৪০ বিলিয়ন ডলার ঋণের আশায় পাকিস্তান

ওআইসির সহযোগিতায় বাংলাদেশিদের জন্য ফেলোশিপ চালু করল লাহোর ইউনিভার্সিটি

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পাকিস্তান গিয়ে বিপদে ভারতীয় তরুণ

পাকিস্তানি পরিচয়পত্রধারী ৩ বাংলাদেশি বোন করাচিতে গ্রেপ্তার

তালেবানের পাল্টা হামলা, পাক-আফগান সীমান্তে উত্তেজনা

সেকশন