হোম > বিশ্ব > পাকিস্তান

শেষ পর্যন্ত লড়াই করুন, জেল থেকে ইমরান খানের বার্তা

ইসলামাবাদে আন্দোলনকারীদের সঙ্গে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও রয়েছেন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসে জড়ো হচ্ছেন ইমরান খানের সমর্থকেরা। নতুন নির্বাচন এবং ইমরানের মুক্তির দাবিতে ইতিমধ্যে আজ মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছে গেছে বিপুলসংখ্যক পিটিআই সমর্থক। একপর্যায়ে তাঁরা ইসলামাবাদের রেড জোন হিসেবে পরিচিত ডি-চকেও পৌঁছে যায়।

মঙ্গলবার রাতে বিবিসি ও আল-জাজিরার লাইভ প্রতিবেদন থেকে জানা গেছে, প্রাথমিকভাবে ডি-চক থেকে ইমরান খানের সমর্থকদের সরিয়ে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীগুলো। তবে ইসলামাবাদ ছেড়ে যায়নি আন্দোলনকারীরা। ডি-চক থেকে মাত্র কয়েক শ মিটার দূরেই তাঁরা অবস্থান করছে।

এ অবস্থায় কারাগার থেকে সমর্থকদের উদ্দেশ্যে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি তাঁর সমর্থকদের শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দৃঢ় থাকুন।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের অ্যাকাউন্ট থেকে এক পোস্টে লেখা হয়েছে, ‘দলের প্রতি আমার বার্তা হলো, শেষ পর্যন্ত লড়াই করুন, আমরা পিছপা হব না।’

ইমরানের বার্তায় আরও উল্লেখ আছে, ‘যারা সামরিক আদালতে বিচারের হুমকি দিচ্ছে তাদের জন্যও আমার একটি বার্তা রয়েছে। যা করতে হবে তা করুন, আমি আমার অবস্থান থেকে পিছপা হব না।’

ইমরান খান তাঁর অনুসারীদের যে কোনো মূল্যে ডি চকে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির নির্দেশে পুলিশ ও রেঞ্জাররা বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। কয়েকজনকে হত্যা ও আহত করেছে। তাঁকে তাঁর কর্মের জন্য জবাবদিহি করতে হবে।

ইসলামাবাদের ডি চকে পৌঁছানোর চেষ্টা করা ইমরান খানের সমর্থকদের পুলিশ ও আধাসামরিক বাহিনী প্রতিহত করেছে বলে জানা গেছে। আন্দোলনকারীদের সঙ্গে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও অবস্থান করছেন।

চলমান বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দুজন বিক্ষোভকারী।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভকারীদের একটি অংশ ডি চকের কাছাকাছি পৌঁছাতে পারলেও নিরাপত্তা বাহিনীর বাধার মুখে তারা পরে পিছু হটতে বাধ্য হয়। বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকানোর জন্য শহরের রাস্তাগুলো শিপিং কন্টেইনার দিয়ে ব্লক করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার রাতে ইমরান খানে হাজার হাজার সমর্থক ডি-চকের কাছাকাছি অবস্থান করছেন। প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা পেতে তাঁরা রাস্তায় কাগজ, ঝোপঝাড় এবং আবর্জনা পুড়িয়ে আগুন জ্বালাচ্ছেন।

পাঞ্জাব থেকে আসা মুহাম্মদ শহিদ নামে এক বিক্ষোভকারী বলেছেন, ‘ইমরান খান আমাদের অধিকারের জন্য লড়াই করতে বলেছেন। আমরা এখানে আমাদের মৌলিক অধিকার রক্ষার জন্য এসেছি।’

ইমরান খান তার সমর্থকদের ‘শেষ ডাক’ দিয়ে ইসলামাবাদে অবস্থানের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, সম্প্রতি পাকিস্তানের যে নির্বাচন হয়েছে, তার সঠিক ফলাফল প্রকাশ করতে হবে। এই নির্বাচনে বড় ধরনের জালিয়াতি হয়েছে। তবে পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তান সরকার ইতিমধ্যে জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুলিশ এনে ইসলামাবাদে জড়ো করেছে। ইসলামাবাদের রাস্তাগুলো নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ইন্টারনেট সেবাও সীমাবদ্ধ করা হয়েছে।

বিক্ষোভের বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘এই বিক্ষোভকারীরা বিপ্লব নয়, রক্তপাত চায়।’

ইমরান খান প্রায় এক বছর ধরে কারাগারে আছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারাগার থেকেই তিনি তাঁর প্রভাব বজায় রেখে সমর্থকদের উৎসাহিত করে যাচ্ছেন।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গত ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মাধ্যমে অংশ নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয় লাভ করেছে। তবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটি ব্যর্থ হয়েছে। বর্তমানে দলটির সমর্থকেরা নতুন নির্বাচনের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন, ইসলামাবাদ সফরের আমন্ত্রণ

ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করল নরওয়ের পার্টিয়েট সেন্ট্রাম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন ২২ এপ্রিল

বেলুচিস্তানে ট্রেনে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক আমাদের পূর্ব দিকের প্রতিবেশী: পাকিস্তান সেনাবাহিনী

এক্স নিষিদ্ধ হলে সরকারি দপ্তরগুলো কীভাবে ব্যবহার করছে, জানতে চান পাকিস্তান হাইকোর্ট

বেছে বেছে হত্যা করে অস্ত্রধারীরা, বিভীষিকাময় রাতের বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা

ট্রেন ছিনতাইয়ের কলকাঠি নড়েছে আফগানিস্তান থেকে, অভিযোগ পাকিস্তানের

পাকিস্তানে জিম্মি ট্রেনে সেনাবাহিনীর অভিযানে নিহত ৫৮

পাকিস্তানে ট্রেন জিম্মি: ৩০ ঘণ্টার অভিযানে নাটকীয়তার অবসান

দুর্ধর্ষ উপায়ে ট্রেন ছিনতাইয়ের ভিডিও প্রকাশ করল বেলুচ বিদ্রোহীরা