হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

অনলাইন ডেস্ক

২০২৩ সালের ১৫ মে হাইকোর্ট (লাহোর) প্রাঙ্গণে ইমরান খান ও বুশরা বিবি। ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল শুক্রবার ইসলামাবাদের একটি দায়রা আদালত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা বা ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেন। বিচারক নাসির জাভেদ রানা এই রায় ঘোষণা করেন।

আদালতের রায় অনুসারে, ইমরান খানকে ১০ লাখ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে ৫ লাখ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরানকে আরও ছয় মাস এবং বুশরাকে তিন মাস অতিরিক্ত কারাভোগ করতে হবে।

পিটিআই নেতা ওমর আইয়ুব, শেখ ওয়াক্কাস আকরামসহ অনেকে এই রায়কে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। দলটির অন্তর্বর্তী চেয়ারম্যান গহর আলী খান জানান, উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করার প্রক্রিয়া কয়েক দিনের মধ্যেই শুরু হবে। পিটিআই নেতারা ইমরান ও বুশরা বিবিকে নির্দোষ দাবি করে বলেন, এই রায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ।

এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান সরকার। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ এক বক্তব্যে বলেন, ‘চুরি করার সময় হাতেনাতে ধরা পড়া ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী ইমরান খান।’

তিনি বলেন, এই রায় ইমরান খানের জন্য প্রাপ্য শাস্তি এবং এটি দেশের আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আল-কাদির ট্রাস্ট মামলাটি সাধারণত ১৯০ মিলিয়ন পাউন্ড মামলা নামে পরিচিত। ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এবং আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) থেকে পাকিস্তান সরকারের কাছে পাঠানো প্রায় ৫০ বিলিয়ন রুপি আল-কাদির ট্রাস্ট ইউনিভার্সিটির তহবিলের সঙ্গে মিলিয়েছিলেন।

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরার ৭ বছর

পাকিস্তান এয়ারলাইনসের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড়, তদন্তের নির্দেশ

পাকিস্তানের পাঞ্জাবে মিলল ৩২ হাজার কেজি স্বর্ণের খনি

যৌথ ব্যবসা পরিষদ গঠনে বাংলাদেশ-পাকিস্তানের চুক্তি

ইমরান খানকে কারাগার থেকে গৃহবন্দী করার প্রস্তাব, পিটিআই-সরকার আলোচনায় জটিলতা

বিশ্বব্যাংক থেকে ৪০ বিলিয়ন ডলার ঋণের আশায় পাকিস্তান

ওআইসির সহযোগিতায় বাংলাদেশিদের জন্য ফেলোশিপ চালু করল লাহোর ইউনিভার্সিটি

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পাকিস্তান গিয়ে বিপদে ভারতীয় তরুণ

পাকিস্তানি পরিচয়পত্রধারী ৩ বাংলাদেশি বোন করাচিতে গ্রেপ্তার

তালেবানের পাল্টা হামলা, পাক-আফগান সীমান্তে উত্তেজনা

সেকশন