হোম > জীবনধারা > ফিচার

স্মৃতিতে থেকে যাবে ২০২৩

ভ্রমণ ডেস্ক

আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১৪: ৩৭

নতুনভাবে ফিরবে ডিজনির স্প্ল্যাশ মাউনটেইন
ডিজনির মালিকানায় থাকা অন্যতম আকর্ষণীয় জায়গা স্প্ল্যাশ মাউনটেইন। ২০২৩ সালে এটির শেষ রাইড ছিল। রাইডটি মূলত ‘সং অব দ্য সাউথ’ চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল। তবে ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডের স্প্ল্যাশ মাউনটেইন ও ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ড—উভয়ই পরিবর্তিত আকারে খোলা হবে। ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’ চলচ্চিত্রের অনুপ্রেরণায় এটি টিয়ানার বেইউ অ্যাডভেঞ্চার হিসেবে নতুন রূপে ফিরবে কয়েক বছরের মধ্যে। 

৪ বছর অপেক্ষা করুন
বার্লিনের অন্যতম জনপ্রিয় আকর্ষণ পারগামন মিউজিয়াম। প্রত্নতাত্ত্বিক সম্পদের জন্য এটি বিশ্বখ্যাত। জাদুঘরটির মৌলিক সংস্কারের অংশ হিসেবে ২০২৬ সাল পর্যন্ত দর্শকদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের বসন্তে এটি আবার খুলে দেওয়া হবে দর্শকদের জন্য।

উন্নয়নকাজ চলছে
স্মিথসোনিয়ান আর্ট মিউজিয়াম মূলত যুক্তরাষ্ট্রের শিল্পকলাবিষয়ক জাতীয় জাদুঘর। ১৯ শতকে নির্মিত এই ভবন যুক্তরাষ্ট্রের রাজধানীর একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক। জাদুঘর কমপ্লেক্সের প্রধান ভবন স্মিথসোনিয়ান ক্যাসেল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে গেছে। ১৮৫৫ সালে চালু হওয়ার পর কাঠামোর মেরামত এবং উন্নয়নকাজ করার জন্য প্রায় পাঁচ বছরের জন্য বন্ধ থাকবে দর্শনীয় স্থানটি। 

চিরতরে বন্ধ
তাইওয়ানের এলিফ্যান্ট ট্রাঙ্ক রক ও নিউইয়র্কের  আইকনিক মিউজিক্যাল শো ‘ফ্যান্টম অব দ্য অপেরা’ বিশ্বপর্যটনের মানচিত্র থেকে চিরতরে মুছে গেছে।

তাইওয়ানের একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য ছিল এলিফ্যান্ট ট্রাঙ্ক রক। এটি ছিল হাতির শুঁড়ের মতো পাথরখণ্ড। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সমুদ্রে ভেঙে পড়ে এই প্রাকৃতিক পাথরখণ্ড। দ্বীপের উত্তর-পূর্ব উপকূলের সাইটটি দীর্ঘকাল ধরে ক্ষয়ের কারণে ঝুঁকির মধ্যে ছিল।

২০২৩ সালে নিউইয়র্ক সিটির মঞ্চে শেষবারের মতো তাদের প্রদর্শনীর আয়োজন হয়েছিল। ৩৫ বছরে প্রায় ১৪ হাজার প্রদর্শনীর পর ব্রডওয়ে ইতিহাসের দীর্ঘতম চলমান অনুষ্ঠানটির পর্দা পড়েছে। এটি ১৯৮৮ সালের জানুয়ারিতে ব্রডওয়েতে খোলা হয়েছিল। ফ্যান্টম ২০ মিলিয়নের বেশি দর্শকের কাছে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। এটি ব্রডওয়ের দীর্ঘমেয়াদি শো হওয়ার গৌরব অর্জন করেছে। 

শখের জিনিসে টাকা অপচয় হচ্ছে না তো

আপনি কি সিঙ্গেল? এভাবে উপভোগ করুন বছরের শেষ ছুটির দিনগুলো

৩০ বছর পার করল ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ

কী খাচ্ছি, দারুচিনি নাকি সিনামন

সেকশন