Ajker Patrika
হোম > জীবনধারা > মানসিক স্বাস্থ্য

আমরা নিজেকে বদলাতে পারি

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া

আমরা নিজেকে বদলাতে পারি

প্রশ্ন: আমি কঠোর নারীবাদী কিংবা পুরুষবিদ্বেষী নই। কিন্তু আমি ছেলেদের বিশ্বাস করতে পারি না। আমার সঙ্গে বিট্রে হয়েছে, এমন নয়। কিন্তু আমি কাউকে বিশ্বাসের জায়গাটায় দেখি না। কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হলে আমি প্রথমেই মনে করি তার কোনো উদ্দেশ্য আছে। আছে কি নেই, সেটা জানার ইচ্ছাও করে না। এই আক্ষেপটা কেন, আমি জানি না। আমার মনে হয়, আমার ভাইয়ের কিছু কাজের কারণে আমি পুরুষবিদ্বেষী হয়ে উঠছি। তার অন্য মেয়েদের প্রতি আচরণ আমাকে আরও ভীত করে তুলছে। কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হলে আমি তাকে আমার ভাইয়ের সঙ্গে মিলিয়ে তুলনা করি। আমি মানসিকভাবেও শান্তি পাচ্ছি না কোনোভাবেই। 

মাধবী সাহা, নওগাঁ 

উত্তর: নারীবাদীরা কিন্তু পুরুষবিদ্বেষী নন। তাঁরা শুধু তুলে ধরার চেষ্টা করেন কোন কোন জায়গায় তাঁরা অবদমিত হচ্ছেন। আপনি লিখেছেন, আপনি ছেলেদের বিশ্বাস করতে পারেন না। আপনার প্রতি কেউ আগ্রহী হলে প্রথমেই মনে করেন তার কোনো উদ্দেশ্য আছে। এর উৎস শৈশব। কারণ আপনার অবচেতন মনে ঢোকানো হয়েছে ছেলেদের বিশ্বাস করা যায় না। আমাদের রক্ষণশীল সমাজ অনেক কিছু আমাদের মনে ঢুকিয়ে দেয়। প্রাপ্তবয়স্ক জীবনে তার খেসারত দিতে হয়। আপনার ভাই একজন নির্দিষ্ট ব্যক্তি। তার আবার নির্দিষ্ট কিছু আচরণ আছে। ধরে নিচ্ছি সেগুলো অগ্রহণযোগ্য। কিন্তু তার মাপকাঠিতে গোটা পৃথিবীকে বিচার করা কি ঠিক? তিনি একা পৃথিবীর মানুষের মানদণ্ড হতে পারেন না। আমরা বলি, আমরা অন্যকে বদলাতে পারি না—শুধু নিজেকে বদলাতে পারি। কাজেই আপনাকে অবিলম্বে সাইকোথেরাপি নেওয়ার কথা বলব। বদলাতে হবে আপনাকে। 

পরামর্শ দিয়েছেন, অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক, কাউন্সেলর সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি

শারীরিক-মানসিক চাপে বাড়ছে ব্রণ ও একজিমা, জেনে নিন করণীয়

বেশি সন্তান নারীর মানসিক স্বাস্থ্যের জন্য ভালো: গবেষণা

ভয় কখন মানসিক সমস্যা

বেশি অসুখী বর্তমান তরুণেরা, স্মার্টফোন-ইন্টারনেটসহ যা দায়ী

অফিসে ক্লান্তি দূর করতে পারে সহজ দুটি উপায়

রাগ থেকে নিজেকে আঘাত করাটা কি কোনো রকমের মানসিক সমস্যা

হতাশ লাগলে মানসিক চিকিৎসকের পরামর্শ নিন

ভালো থাকতে নিজেকে সময় দিন

নিজেকে সময় দিন

নিজেকে নিরপেক্ষভাবে বিচার করুন