Ajker Patrika
হোম > জীবনধারা > মানসিক স্বাস্থ্য

প্রসব-পরবর্তী বিষণ্নতায় যা করতে হবে

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া

প্রসব-পরবর্তী বিষণ্নতায় যা করতে হবে

নারীর প্রসব-পরবর্তী বিষণ্নতা নিয়ে ইদানীং কিছুটা হলেও আলোচনা হচ্ছে—এটা আশাব্যঞ্জক। এ সময় তাঁর মানসিক সুস্থতার জন্য প্রয়োজন পরিবারের সহায়তা।  

প্রশ্ন: নতুন মায়ের প্রসব-পরবর্তী বিষণ্নতা কাটিয়ে উঠতে পরিবারের করণীয় কী?

  • নতুন মা যাতে পর্যাপ্ত ঘুমাতে পারেন, সে ব্যবস্থা করা।
  • নতুন মায়ের সঠিক খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করা।
  • যথাযথ নিয়ম মেনে শিশুর যত্নে পরিবারের অভিজ্ঞদের এগিয়ে আসা।
  • নতুন মা বিষণ্নতা ও দুশ্চিন্তার তীব্রতায় ভুগলে সাইকোথেরাপির ব্যবস্থা করা।
  • ক্ষেত্রবিশেষে চিকিৎসকের পরামর্শমতো ওষুধের ব্যবস্থা করা।
  • নতুন মায়ের প্রতি ভালো আচরণ করা। 
  • দল বেঁধে নতুন শিশুকে দেখতে আসা বন্ধ করা। 
  • প্রচণ্ড শারীরিক শক্তি প্রয়োগ করতে হয়, তেমন কাজ করতে না দেওয়া।

প্রশ্ন: প্রসব-পরবর্তী সমস্যা—নতুন মায়েরা কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?

  • যদি কোনো কারণে নতুন মায়ের জ্বর আসে।
  • দুই সপ্তাহের বেশি তীব্র বিষণ্নতায় আক্রান্ত থাকলে। 

প্রশ্ন: পোস্টপারটাম ডিপ্রেশনে ভুগলে নারীরা নিজেকে কীভাবে সাহায্য করবেন?

  • জীবনসঙ্গী ও পরিবারের কাছে আপনার অনুভূতি ও দুশ্চিন্তার কথাগুলো খুলে বলুন। 
  • বিশ্রাম নিন। 
  • পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও পুষ্টিকর খাবার খান।
  • রান্না বা ঘর পরিষ্কারের মতো কাজের জন্য অন্যের সহযোগিতা নিন।
  • নিজের আনন্দ হয় এমন কিছু কাজ করে সময় কাটান।
  • কীভাবে নিজেকে প্রতিদিন একটু করে যত্ন নেওয়া  যায়, সেটা খুঁজে বের করার চেষ্টা করুন।  

পরামর্শ দিয়েছেন: চিকিৎসক, কাউন্সেলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার 

শারীরিক-মানসিক চাপে বাড়ছে ব্রণ ও একজিমা, জেনে নিন করণীয়

বেশি সন্তান নারীর মানসিক স্বাস্থ্যের জন্য ভালো: গবেষণা

ভয় কখন মানসিক সমস্যা

বেশি অসুখী বর্তমান তরুণেরা, স্মার্টফোন-ইন্টারনেটসহ যা দায়ী

অফিসে ক্লান্তি দূর করতে পারে সহজ দুটি উপায়

রাগ থেকে নিজেকে আঘাত করাটা কি কোনো রকমের মানসিক সমস্যা

হতাশ লাগলে মানসিক চিকিৎসকের পরামর্শ নিন

ভালো থাকতে নিজেকে সময় দিন

নিজেকে সময় দিন

নিজেকে নিরপেক্ষভাবে বিচার করুন