Ajker Patrika
হোম > জাতীয়

কমেছে মৃত্যু, শনাক্ত ২৩৯

নিজস্ব প্রতিবেদক

কমেছে মৃত্যু, শনাক্ত ২৩৯

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭৩। গতকাল বুধবার করোনায় ৯ জন মারা যান।

এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। গতকাল ছিলেন ২৩৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪। 

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জন। 

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ১৯৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪১ শতাংশ। 

এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৭৮৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী। এই সময়ে ঢাকায় এক এবং খুলনায় দুই জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

ইউনূস-সির আলোচনায় উঠতে পারে তিস্তার পানি

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সেনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মোদি-ইউনূস বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া নেই দিল্লির

সরকারি চাকরিতে কোটা রাখা নিয়ে কমিটি গঠন

গণপূর্তের নতুন সচিব নজরুল ইসলাম

গুজব পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার: প্রধান উপদেষ্টা

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১৫ নির্দেশনা

এস আলমের বিরুদ্ধে দেড় হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মামলা

মুক্তিযুদ্ধ, ’৯০ এবং ’২৪-এর লড়াইয়ের সুর এক: ঢাবি উপাচার্য

অমরত্বের যাত্রায় সন্‌জীদা খাতুন