Ajker Patrika
হোম > জাতীয়

করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৩৭

নিজস্ব প্রতিবেদক

করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৩৭

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭০ জন। গতকাল বুধবার করোনায় ৩ জন মারা যান।

এ ছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৭ জনের। গতকাল ছিল ৩১২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জনে। 

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গত শনিবার দেড় বছরের বেশি সময় পর প্রথমবারের মতো মৃত্যুশূন্য ছিল দেশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন। 

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। 

এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৬৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন নারী। এ সময়ে ঢাকায় ৬ , চট্টগ্রামে ১, রাজশাহীতে ১, খুলনায় ১ এবং রংপুরে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

উপদেষ্টা ও সচিবদের বিদেশ ভ্রমণে পিএস ও এপিএসদের নিতে মানা

বৈশ্বিক বিনিয়োগকারীদের আশ্বস্ত করল সরকার

লম্বা ছুটিতে ঘরমুখী মানুষ

গরমে ভোগাবে অসহনীয় লোডশেডিং

দেহ দান করে গেলেন সন্‌জীদা খাতুন

ঢাকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে বেইজিং

ইশরাককে মেয়র ঘোষণা করে ঈদের পর গেজেট: ইসি সচিব

অ্যান্থনি মাসকারেনহাস: বাঙালির স্বাধীনতা যুদ্ধের মোড় বদলে দেন যে সাহসী সাংবাদিক

রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনে বাধা নেই: ইসি

জয় বাংলা ব্রিগেড: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, সন্দেহভাজন অনেকে