Ajker Patrika
হোম > রাজনীতি

তুলসী গ্যাবার্ডের বক্তব্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ: ড. দিলারা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুলসী গ্যাবার্ডের বক্তব্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ: ড. দিলারা চৌধুরী
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে গণশক্তি সভার আয়োজনে ‘ষড়যন্ত্রতত্ত্ব ও তুলসী গ্যাবার্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে ‘ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন’ এবং ‘ইসলামি খিলাফত’ প্রতিষ্ঠার চেষ্টা বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী। তিনি বলেন, ‘তুলসী গ্যাবার্ড বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, কিন্তু কোথায়, কাদের দ্বারা নির্যাতিত হচ্ছে, সে বিষয়ে কোনো প্রমাণ বা তথ্য তিনি দেননি। তাঁকে অবশ্যই এটি স্পষ্ট করতে হবে।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে গণশক্তি সভার আয়োজনে ‘ষড়যন্ত্রতত্ত্ব ও তুলসী গ্যাবার্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের শিকার এবং দেশের বর্তমান পরিস্থিতিতে কৌশলী সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

অধ্যাপক দিলারা চৌধুরী আরও বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এ জন্য বাংলাদেশকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। ভারত মনে করে, চীনকে নিয়ন্ত্রণ করতে হলে আগে বাংলাদেশকে কবজা করতে হবে। বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে না থাকলে ভারতীয় মহাসাগরের ওপর আধিপত্যও নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য ভারত এমন একটি সরকার চায়, যারা তাদের স্বার্থ রক্ষা করবে এবং এই ভূমিকায় আওয়ামী লীগ সবচেয়ে সহায়ক হয়েছে।’

তিনি বলেন, ‘পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতের স্বার্থে বাংলাদেশকে করিডর দিয়েছে। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত রেলসংযোগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যদি তিনি ক্ষমতায় থাকতেন, তবে চট্টগ্রাম পর্যন্ত রেলসংযোগও বাস্তবায়িত হতো। এটি ভারতের সেভেন সিস্টার্সের জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে।’

গার্মেন্টস ও অন্যান্য ইন্ডাস্ট্রির ওপর ভারতের নজর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সেক্টর ভারত দখলে নিতে চায়। আগামীতে ভারতের সহায়ক সরকার যাতে এ দেশে প্রতিষ্ঠা না হয়, সেদিকে সকল রাজনৈতিক দল ও দেশের সচেতন নাগরিকদের সজাগ থাকতে তিনি আহ্বান জানান।

সেমিনারে প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক ও কলামিস্ট হাবিবুর রহমান পলাশ। তিনি বলেন, ‘তুলসী গ্যাবার্ডের বক্তব্য অনেকটা প্রিয়া সাহার কথার পুনরাবৃত্তি, যিনি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ধরেছিলেন। তুলসী গ্যাবার্ডও নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করেছেন।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেন, ‘৫ আগস্ট আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের দিন। এটি কেবল আওয়ামী লীগের হাত থেকে মুক্তি নয়, বরং ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি। ভারত তাদের অনুগত সরকার হিসেবে আওয়ামী লীগকে চিরস্থায়ী করার চেষ্টা করছে এবং এখনো সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’ এ ছাড়া তিনি রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন গণশক্তি সভার সভাপতি সাদেক রহমান। সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী শাহ মোহাম্মদ মাহফুজুল হক, ড. মো. হুমায়ুন কবির, ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পরিষদের চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, গণ মুক্তিযোটের কো-চেয়ারম্যান আক্তার হোসেন, অধ্যাপক মেহেদী হাসান, গবেষক আলাউদ্দিন কামরুল, মানবাধিকারকর্মী রুহুল আমিন প্রমুখ।

ছাত্ররা সমন্বয়ক পরিচয়ে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে: নুর

প্রয়োজনে আবারও মাঠে নামবে বিএনপি: মির্জা ফখরুল

শেখ হাসিনার বিচার নিয়ে মতবিরোধ নেই: এ্যানি

দরপত্র দখলের ঘটনায় বরিশাল বিএনপিতে তদন্ত শুরু

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতার তোপে সারজিস

সেনাসদস্যকে অপহরণ-মারধরের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাঁদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা: নাহিদ ইসলাম

নির্বাচন নিয়ে একেকবার একেক কথা জনগণ ভালোভাবে দেখছে না: রিজভী

আইজিপিকে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

স্বাধীনতা কনসার্ট হবে ঢাকাসহ ৪ শহরে