নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বিএনপি নেতা-কর্মীদের বালুমহাল ইজারার দরপত্র দখল ও এক সেনাসদস্যকে অপহরণের অভিযোগ তদন্তে নেমেছে দলটি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট গোলাম মুহাম্মদ চৌধুরী আলাল আজ শুক্রবার বরিশালে এসে তদন্ত শুরু করেন। তিনি প্রথম দিনে ১২ থেকে ১৫ জনের সাক্ষাৎকার নিয়েছেন।
আলাল আজকের পত্রিকাকে জানান, তিনি বরিশালেই অবস্থান করছেন। তদন্তে প্রাথমিকভাবে কী পেলেন, তা জানতে চাইলে আলাল বলেন, তদন্ত শেষ হওয়ার আগে তিনি মুখ খুলতে চাচ্ছেন না। অচিরেই প্রতিবেদন দলের কাছে হস্তান্তর করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হিজলা উপজেলার একটি বালুমহাল ইজারার দরপত্র দখল ও এক সেনাসদস্যকে অপহরণের হোতা ছিলেন এ ঘটনায় গ্রেপ্তার হওয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মনির দেওয়ান। নগরের একটি হোটেলে অবস্থান করে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা এ নিয়ে পরিকল্পনা করেন। এতে জড়িয়ে পড়েন অর্ধশত নেতা-কর্মী। তাঁদের মধ্যে ১১ জনের পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি।
এমন অবস্থায় বরিশালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। কাকে কখন বহিষ্কার কিংবা পদ স্থগিত হয়, তা নিয়ে চিন্তিত নেতারা। নগর স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত হওয়া এক নেতা বলেন, তাঁরা শাস্তি পেলেও অদৃশ্য শক্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ অনেকে পার পেয়ে যাচ্ছেন। ৫ আগস্টের পর টেন্ডারবাজি করছে একটি চক্র। কিন্তু এ ঘটনায় আরও অনেকে ভুগছেন। ভাবমূর্তির সংকট হয়েছে দলের।
এ নিয়ে কথা হলে বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘দল তাদের পদ স্থগিত করে সঠিক কাজ করেছে। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে, তারা দলে থাকতে পারবে না। তিন মাস নয়, তাঁদের পদ আজীবনের জন্য স্থগিত করা উচিত।’ এসব ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাঁদের বিষয়ে তথ্য প্রকাশ করার আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ বলেন, ‘এই কাজ অন্যায়। তারেক রহমানের নির্দেশ অমান্য করে টেন্ডারবাজি ও অপহরণ করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। এ ঘটনায় শীর্ষ পর্যায়ের কেউ জড়িত থাকলে তাদেরও বিচার হওয়া উচিত।’
বরিশালে বিএনপি নেতা-কর্মীদের বালুমহাল ইজারার দরপত্র দখল ও এক সেনাসদস্যকে অপহরণের অভিযোগ তদন্তে নেমেছে দলটি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট গোলাম মুহাম্মদ চৌধুরী আলাল আজ শুক্রবার বরিশালে এসে তদন্ত শুরু করেন। তিনি প্রথম দিনে ১২ থেকে ১৫ জনের সাক্ষাৎকার নিয়েছেন।
আলাল আজকের পত্রিকাকে জানান, তিনি বরিশালেই অবস্থান করছেন। তদন্তে প্রাথমিকভাবে কী পেলেন, তা জানতে চাইলে আলাল বলেন, তদন্ত শেষ হওয়ার আগে তিনি মুখ খুলতে চাচ্ছেন না। অচিরেই প্রতিবেদন দলের কাছে হস্তান্তর করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হিজলা উপজেলার একটি বালুমহাল ইজারার দরপত্র দখল ও এক সেনাসদস্যকে অপহরণের হোতা ছিলেন এ ঘটনায় গ্রেপ্তার হওয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মনির দেওয়ান। নগরের একটি হোটেলে অবস্থান করে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা এ নিয়ে পরিকল্পনা করেন। এতে জড়িয়ে পড়েন অর্ধশত নেতা-কর্মী। তাঁদের মধ্যে ১১ জনের পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি।
এমন অবস্থায় বরিশালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। কাকে কখন বহিষ্কার কিংবা পদ স্থগিত হয়, তা নিয়ে চিন্তিত নেতারা। নগর স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত হওয়া এক নেতা বলেন, তাঁরা শাস্তি পেলেও অদৃশ্য শক্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ অনেকে পার পেয়ে যাচ্ছেন। ৫ আগস্টের পর টেন্ডারবাজি করছে একটি চক্র। কিন্তু এ ঘটনায় আরও অনেকে ভুগছেন। ভাবমূর্তির সংকট হয়েছে দলের।
এ নিয়ে কথা হলে বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘দল তাদের পদ স্থগিত করে সঠিক কাজ করেছে। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে, তারা দলে থাকতে পারবে না। তিন মাস নয়, তাঁদের পদ আজীবনের জন্য স্থগিত করা উচিত।’ এসব ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাঁদের বিষয়ে তথ্য প্রকাশ করার আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ বলেন, ‘এই কাজ অন্যায়। তারেক রহমানের নির্দেশ অমান্য করে টেন্ডারবাজি ও অপহরণ করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। এ ঘটনায় শীর্ষ পর্যায়ের কেউ জড়িত থাকলে তাদেরও বিচার হওয়া উচিত।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে। যারাই আপস করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে।’ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগর এলাকায় নিহত আজাদ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে আজ সোমবার বিকেলে ঈদের শুভেচ্ছা বিনিম
৩ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ঈদ আনন্দের দিন, খুশির দিন। কিন্তু গত ১৭ বছর খুশি মনে ঈদ উদ্যাপন করা সম্ভব হয়নি। স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি হাসিনা খুশি মনে ঈদ করতে দেয়নি।’ আজ সোমবার সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাহ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলা
৭ ঘণ্টা আগেঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা শহীদের আত্মার মাগফেরাত কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতেই হবে। তাহলে এই শহীদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।
১১ ঘণ্টা আগেআওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১১ ঘণ্টা আগে