Ajker Patrika
হোম > রাজনীতি

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাবসহ জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিল জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাবসহ জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিল জামায়াত

রাষ্ট্র সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের লিখিত প্রতিবেদনের বিষয়ে মতামত দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত দিয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে দলীয় মতামত জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াত সুচিন্তিত মতামত দিয়েছে জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামীর সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। দলের আমির ড. শফিকুর রহমানের সভাপতিত্বে দফায় দফায় সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশগুলো নিয়ে আলোচনা করেই আমরা লিখিত মতামত জানিয়েছি।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্যভাবে নির্বাচন নিরপেক্ষ করার ব্যাপারে আমরা বেশ কিছু প্রস্তাব দিয়েছি। নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এ ছাড়া সংবিধান ও দুর্নীতিসহ বেশ কিছু ব্যাপারে আমরা আমাদের মতামত জানিয়েছি।’

এ সময় জামায়াতে ইসলামীর পক্ষে আরও উপস্থিত ছিলেন—সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। অন্যদিকে ঐকমত্য কমিশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

রাষ্ট্র সংস্কারে গত বছর সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন, দুর্নীতি, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলো এ বছর ফেব্রুয়ারি মাসের শুরুতে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ঐকমত্যে পৌঁছাতে সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।

কমিশন পুলিশ সংস্কার কমিশন বাদে বাকি পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে মতামত নিতে ১৬৬টি প্রশ্নের স্প্রেডশিট পাঠায় ৩৮টি দলের কাছে। জামায়াত, এলডিপিসহ এখন পর্যন্ত ১৬টি দল তাদের মতামত দিয়েছে। সংস্কারের বিষয়ে আজ বৃহস্পতিবার এলডিপির সঙ্গে সংলাপ করবে জাতীয় ঐকমত্য কমিশন।

‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নিয়ে উত্তপ্ত রাজনীতি

রাজনীতিতে সংকটের ছায়া

অনেক ঘটনার সাক্ষী তারেকের বিড়ালটি

রাজনীতিতে স্বৈরাচারের দোসররা যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়: তারেক রহমান

যা চলছে, তাকে আর রাজনীতি বলা যায় না: অধ্যাপক আবুল কাসেম

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাইল এনসিপি

ধানমন্ডিতে আ.লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনের বিকল্প নেই: যুব বাঙালি

স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে আ.লীগ রাজনীতি করতে পারবে না কেন: রিজভী

আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির