Ajker Patrika

অনেক ঘটনার সাক্ষী তারেকের বিড়ালটি

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ মার্চ ২০২৫, ২৩: ৫৮
নিজের পোষা বিড়াল সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
নিজের পোষা বিড়াল সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

চিরচেনা রাজনৈতিক অঙ্গনে নয়, এক ভিন্ন রূপে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। নিজের পোষা বিড়ালকে কোলে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন বন-বীথিতলে।

আজ শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে পোস্ট করা একটি ছবিতে এমনি দৃশ্যে আবির্ভূত হয়েছেন তারেক রহমান।

লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘বিড়ালটি সারাক্ষণ তাঁর (তারেক) সঙ্গে থাকে। বিড়ালটি অনেক ঘটনার সাক্ষী।’

ওই পোস্টে বিএনপির নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ইতিবাচক মন্তব্য করেছেন। মোহাম্মাদ হুসাইন নামের এক আইডি থেকে লেখা হয়েছে, জ্যাকেট আর বিলাই মিলে গেছে।

কাউসার আহমেদ নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়, মনে হচ্ছে ভুলক্রমে আপলোড হইসে। তবে খারাপ না (সঙ্গে হার্ট ইমোজি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত