হোম > বিজ্ঞান

কলমের ঢাকনার মাথায় ছিদ্র রাখার বৈজ্ঞানিক কারণ

লেখার কাজে কলম ব্যবহার করা হয়। এই কলমের ঢাকনার শেষ প্রান্তে একটি ছোট ছিদ্র থাকে, সেটি নিশ্চয়ই খেয়াল করেছেন। এটি কিন্তু কোনো নির্মাণ ত্রুটি নয়; কলমের ঢাকনায় এই ছিদ্র যোগ করার একটি বিশেষ বৈজ্ঞানিক কারণ রয়েছে।

দুর্ঘটনাবশত কেউ কলমের ঢাকনা খেয়ে ফেললে সেই ঢাকনা শ্বাসনালিতে আটকে গিয়ে শ্বাসরোধ হতে পারে। এমনকি মৃত্যুও ঘটতে পারে। কলমের ঢাকনার ছিদ্র এসব ক্ষেত্রে মানুষের জীবন বাঁচাতে পারে। কলমের ঢাকনাতে ছিদ্র থাকলে তাঁর মধ্য দিয়ে অল্প হলেও বায়ু চলাচল করতে পারে। ফলে চিকিৎসকের কাছে গিয়ে এই ঢাকনা বের করার সময় পাওয়া যায়।

২০১৬ সালে দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদক ম্যাট পেটন বলেন, কলমের ঢাকনা খাওয়ায় শ্বাসরোধে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১০০ মানুষ মারা যায়। বিশেষত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি প্রকট। তাই ঢাকনায় ছিদ্র যুক্ত করে কলম প্রস্তুতকারকেরা।

পুরোনো কলম প্রস্তুতকারকদের মধ্যে বিআইসি ক্রিস্টাল কলমের ঢাকনার মাথায় একটি বড় ছিদ্র থাকে। দুর্ঘটনায় যেন কেউ দম বন্ধ হয়ে মারা না যায় সে জন্য এটি করা। এ বিষয়ে তাদের ওয়েবসাইটেও বিস্তারিত লেখা রয়েছে। আসলে ছোট শিশু থেকে বড়দের জীবন রক্ষার জন্যই কলমের ঢাকনার সঙ্গে ছিদ্র যুক্ত করা হয়।

আরেকটি বিষয় সাধারণত কেউ খেয়াল করে না, সেটি হলো, কলমের ঢাকনার মাথা যদি সিল করা থাকত তাহলে বায়ুর চাপের কারণে সহজে ঢাকনাটি লাগানো যেত না। ঢাকনায় ছিদ্র থাকার কারণে আটকানোর পর তা খোলাও যায় সহজে। তবে ঢাকনায় ছিদ্র থাকার পরও কালি শুকিয়ে না যাওয়ার কারণে হলো কলমে লিডটি মূলত বায়ু রুদ্ধই থাকে। 

তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট

সাড়ে ১২ হাজার বছর আগে বিলুপ্ত গেম অব থ্রোনসের নেকড়ে ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা

চাঁদের ধুলা দিয়ে সৌর প্যানেল তৈরি করবেন বিজ্ঞানীরা

সবুজে ঢাকা ছিল সাহারা মরুভূমি, আবাস ছিল এক অজানা মানবগোষ্ঠীর

প্রথমবারের মতো পৃথিবীর মেরু দেখলেন চার মহাকাশ পর্যটক

চালের চেয়ে ছোট পেসমেকার উদ্ভাবন, লাগবে না অপারেশন

ডাবের ভেতর পানি তৈরি হয় কীভাবে, যা জানা গেল গবেষণায়

নাসার টেলিস্কোপে দেখা গেল নেপচুনের মেরুপ্রভা

মঙ্গলে মানব অভিযানের প্রস্তুতি নিতে যেভাবে সাহায্য করছে নাসার রোবট

দাঁত কিড়মিড় করে হাঙর, প্রথমবারের মতো রেকর্ড করলেন বিজ্ঞানীরা

মঙ্গলে প্রাণের বিকাশে প্রয়োজনীয় জৈব যৌগ পেল নাসার রোবট