সূর্যের পৃষ্ঠে একটি অত্যাশ্চর্য সৌর ‘জলপ্রপাত’ দেখা গেছে। গত ৯ মার্চ জ্যোতির্বিজ্ঞানী এডুয়ার্ডো শ্যাবার্গার পাউপেউর তোলা ছবিতে এই সৌর জলপ্রপাতের দেখা পাওয়া যায়। প্লাজমার তৈরি এই জলপ্রপাতের উচ্চতা প্রায় ১ লাখ হাজার কিলোমিটার বা প্রায় ৬২ হাজার মাইল। এই উচ্চতায় প্রায় ৮টি পৃথিবীর জায়গা হবে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, এই উচ্চতা থেকে প্লাজমা আবার সূর্যের দিকে ফিরে আসায় এটিকে একটি জলপ্রপাতের মতো মনে হয়েছে।
প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। মূলত কঠিন, তরল ও বায়বীয়র ছাড়া পদার্থের আরেকটি অবস্থা হলো প্লাজমা। প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান।