হোম > খেলা > ক্রিকেট

টুর্নামেন্টে ভালো না করলেও একটি জায়গায় সেরা শাকিব খানের ঢাকা

ক্রীড়া ডেস্ক    

আবারও ভুলে যাওয়ার মতো একটি বিপিএল পার করল ঢাকা। এবার ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে হয়েছে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা শাকিব খান ছিলেন দলটির সত্ত্বাধিকারী। দলের সমর্থনে প্রায়ই মাঠে দেখা গেলেও হতাশই হতে হয়েছে তাঁকে।

এবারের বিপিএলে সাত দলের মধ্যে ছয় নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বে ১২ ম্যাচে ৩ জয় ও ৯ পরাজয়ে ৬ পয়েন্ট পেয়েছে দলটি। মাঠের ক্রিকেটে হতাশ করলেও ফ্র্যাঞ্চাইজিটির জার্সি এবারের বিপিএলের সেরা নির্বাচিত হয়েছে। ভক্ত-সমর্থকেরা ঢাকার নীল রঙের জার্সিকে বেশি ভোট দিয়েছেন। তাদের জার্সির নীল অংশের মাঝে ছিল সামান্য হলদে রঙ এবং বিপিএল ও টুর্নামেন্টে দলের লোগো বসানো ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘ঢাকা ক্যাপিটালসকে অভিনন্দন। তাদের জার্সি ডিজাইন বিপিএলে সেরা নির্বাচিত হয়েছে। প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ যারা লাইক, মন্তব্য এবং শেয়ার করেছেন তাদের প্রিয় দলকে সমর্থন দিতে।’

থিসারা পেরেরার নেতৃত্বাধীন ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম (৪৮৫) এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। ফ্র্যাঞ্চাইজিটির আরেক বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস (৩৬৮) ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। তানজিদ তামিম-লিটন দুজনেরই টুর্নামেন্টে সেঞ্চুরি রয়েছে। তবে দলের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন লিটন।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল রাতে ঢাকা ক্যাপিটালসের সদস্যদের নিয়ে একটি ছবি পোস্ট করেছেন লিটন। ৩০ বছর বয়সী বাংলাদেশের এই ব্যাটার লিখেছেন, ‘আমরা জানি দল হিসেবে যেভাবে চেয়েছি, সেভাবে খেলতে পারিনি। প্লে অফ মিস করেছি। তবে আপনাদের এটুকু নিশ্চিত করে বলতে পারি, ঢাকা ক্যাপিটালস তাদের সেরাটা দিয়েছে। গত কয়েক সপ্তাহে দারুণ এক পরিবার তৈরি করেছি আমরা। ভক্তদের কাছে ক্ষমা চাইছি এবং ভবিষ্যতে ভালো খেলতে আপনাদের প্রার্থনা চাইছি। একসঙ্গে জ্বলে উঠব।’

ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১২৪ রানের লক্ষ্য গতকাল মিরপুরে খুলনা টাইগার্স ১৯ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে। মাঠে বসে ঢাকার এই হার দেখেছেন শাকিব খান। পুরস্কার বিতরণী মঞ্চেও দেখা গেছে তাঁকে। নিজের ভেরিফায়ে ফেসবুক পেজে বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা লেখেন, ‘এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। যাঁরা আমাকে পছন্দ করেন, তাঁরা হয়তো জেনে থাকবেন, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারি না; হয় জিতি না হয় শিখি। হয়তো ভবিষ্যতে আমাদের আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।’

২০২৪ বিপিএলে ঢাকার নাম ছিল ‘দুর্দান্ত ঢাকা’। তাদের স্লোগান ছিল, ‘জিতবে ঢাকা, পারলে ঠেকা।’ পরবর্তীতে সেই স্লোগানকে বিদ্রুপ করে বলা হয়েছিল, ‘হারবে ঢাকা, পারলে ঠেকা।’ সেবার তারা প্রথম ম্যাচ জয়ের পর টানা ১১ ম্যাচ হেরেছিল। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে খেললেও হেরেছিল টুর্নামেন্টের প্রথম ৬ ম্যাচ। সব মিলিয়ে গত দুই আসরে ঢাকা ২৪ ম্যাচে জিতেছে কেবল চারটি। হেরেছে ২০ ম্যাচ।

হামজার রাজসিক আগমন

পাকিস্তানের ৩৭৭ কোটি টাকা ক্ষতির ‘ধাক্কা’ সামলাচ্ছেন ক্রিকেটাররা

বাজে হারের পর আইসিসির কড়া শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশে কত নম্বর জার্সি পরে খেলতে চান হামজা

মুশফিকরাও স্বাগত জানালেন হামজাকে

‘আমার শুদ্ধ ভাষা বেশি ভালা না, খুব বেশি বাংলা গান হুনছি না’

হামজার চোখে সাকিব আল হাসান মেগাস্টার

অফ ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত, সাংবাদিকদের কী অনুরোধ করেছেন

আইপিএলের কারণে প্রোটিয়া ক্রিকেটারের শাস্তিতে খুশি সাবেক পাকিস্তানি ক্রিকেটার

চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংয়ের তালিকায় তাসকিনকে রেখেছে আইসিসি