Ajker Patrika

অফ ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত, সাংবাদিকদের কী অনুরোধ করেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২০: ২৭
এবারের ডিপিএলে রানখরায় ভুগলেও চিন্তিত নন শান্ত। ছবি: বিসিবি
এবারের ডিপিএলে রানখরায় ভুগলেও চিন্তিত নন শান্ত। ছবি: বিসিবি

ব্যাটিংটাই যে ভুলে গেছেন নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেট—এক ম্যাচ ভালো খেললে জ্বলে ওঠেন অনেক দিন পর পর। তবে ‘হ্যালির ধূমকেতু’র মতো এমন পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ফিফটি শান্ত পেয়েছেন এ বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলেছেন ১১০ বলে। এরপর থেকে তিনি অথই সাগরে হাবুডুবু খাচ্ছেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাঁর নেতৃত্বাধীন আবাহনী ৫ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও শান্তর ব্যাট ঘুমিয়ে পড়েছে। ৪ ইনিংসে ৫৩.৭৯ স্ট্রাইকরেটে করেছেন ৭৮ রান। কোনো ফিফটি করতে পারেননি। আবাহনী অধিনায়ক এটা নিয়ে তেমন একটা ভাবছেন না। মিরপুরে আজ সাংবাদিকদের বলেছেন, ‘নিজের ব্যাটিং নিয়ে যেটা বললেন, সেটা নিয়ে কোনো চিন্তা করছি না। দল যতক্ষণ পর্যন্ত ম্যাচ জিতছে, সত্যিই কোনো চিন্তা করছি না।’

এবারের ডিপিএলে মাহফুজুর রহমান রাব্বি ৫ ম্যাচে ৪.৮৪ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। ব্যাটিংয়েও লোয়ার অর্ডারে নেমে ক্যামিও ইনিংস খেলছেন তিনি। মিরপুরে ১২ মার্চ পারটেক্সের বিপক্ষে আবাহনীর ২১৩ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে রাব্বি পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ৯ ওভারে ১৮ রানে ৫ উইকেট নিয়ে পারটেক্সের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন আবাহনীর এই বাঁহাতি স্পিনার।

রাব্বির কথা বলতে গিয়ে আজ সংবাদমাধ্যমে যখন সাকিব আল হাসানের কথা উঠল, শান্তর অনুরোধ, এখনই রাব্বিকে চাপে ফেলাটা ঠিক হবে না। আবাহনী অধিনায়ক বলেন, ‘একটা অনুরোধ করি। রাব্বির সঙ্গে সাকিব ভাই বা অন্য যে ক্রিকেটারের কথা বললেন, এটা করবেন না। এটা তার (রাব্বি) জন্য চাপের। আমার মনে হয়, খুবই প্রাথমিক অবস্থায় আছে (রাব্বি)। অনূর্ধ্ব-১৯ ক্যারিয়ারের সবেমাত্র শুরু আমি বলব। খুবই গুরুত্বপূর্ণ যে নিজেকে কতটুকু উন্নতি করে এগোচ্ছে সে।’

২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাংলাদেশ জিতেছিল রাব্বির নেতৃত্বে। সেই চ্যাম্পিয়ন দলে ছিলেন জিসান আলম। জিসান, রাব্বিরা এখন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে শান্ত সংবাদমাধ্যমকে আজ বলেছেন, ‘একটা অনুরোধ থাকবে যে রাব্বি বলেন, জিসান বলেন বা অন্যান্য তরুণ ক্রিকেটার যারা আসছে, তাদের নিয়ে অনেক বেশি মাতামাতি না করাই ভালো। তাদেরকে তাদের কাজটা করতে দিন। তারা সামনে ভালো প্রতিদান দিতে পারবে।’

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৬ উইকেটে হেরে এবার ডিপিএল শুরু করেছিল আবাহনী। এই হারের পর আবাহনী টানা ৪ ম্যাচ জিতেছে। আবাহনীর মতো গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব, অগ্রণী ব্যাংক—এই চার দলের প্রত্যেকেই ৫ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছে ঠিকই। তবে নেট রানরেটের কারণে শীর্ষে শান্তর আবাহনী। যার মধ্যে গুলশানের বিপক্ষে আবাহনীর ১৬২ রানের জয় রয়েছে। শান্ত বলেন, ‘আপনি যদি দল হিসেবে চিন্তা করেন, আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলছি। আমাদের যে দলটা আছে, এখনো মনে করি যে ভালো ক্রিকেট খেলা সম্ভব। আপনি যদি পয়েন্ট টেবিল দেখেন, ভালো অবস্থানে আছি।’

২৮৩ রান করে এবারের ডিপিএলে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক পারভেজ হোসেন ইমন। ৫ ইনিংস ব্যাটিং করে এক সেঞ্চুরি ও দুই ফিফটি করেছেন। ওপেনিংয়ে নেমে ঝড় তুলে প্রতিপক্ষ বোলারদের ছন্নছাড়া করে দিচ্ছেন তিনি। ইমনের পাশাপাশি অন্য সতীর্থদেরও প্রশংসায় ভাসিয়েছেন শান্ত। আবাহনী অধিনায়ক বলেন, ‘ক্রিকেটারদের একেকজন একেক ম্যাচে দায়িত্ব নিয়ে পারফর্ম করছে। এটা একটা ইতিবাচক দিক। আমি যদি নাম উল্লেখ করে ক্রিকেটারদের নাম বলি, ইমন ভালো শুরু এনে দিচ্ছে, মোসাদ্দেকের অলরাউন্ড পারফরম্যান্স—সব মিলিয়ে মনে হয় দল হিসেবে ভালো অবস্থানে আছি। শেষ ম্যাচে মুমিনুলের দারুণ ইনিংস। তবে সামনে আরও বড় ম্যাচ আসছে। সেই ম্যাচগুলোতে ইতিবাচকভাবে কীভাবে খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।’

৫ মার্চ ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ঠিক তার এক সপ্তাহ পর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠ থেকে বিদায় না নিয়ে সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের বিদায় নিয়ে সাংবাদিকেরা যখন আজ প্রশ্ন করেন, শান্ত বলেছেন, ‘ভাই, এই প্রশ্নের সঙ্গে আগামীকালের ম্যাচের এবং টুর্নামেন্টের কোনো মিল পাচ্ছি না আমি। এখানে উত্তর দেওয়াটা মুশকিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত