নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হামজা চৌধুরীর আগমনে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় সকাল থেকে উৎসবের আমেজ। সন্ধ্যায় ইফতারের পর তাঁর সেই বাড়ির উঠোনে হয়ে গেল আগত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন। জনাকীর্ণ পরিবেশে সংবাদ সম্মেলনে তাঁকে করা হলো হালকা, সিরিয়াস নানা প্রশ্ন।
নিজ বাড়িতে আজ সন্ধ্যায় হামজা বাংলা, ইংরেজি—দুই ভাষাতেই অনেক প্রশ্নের উত্তর দিলেন। ভিড়ের মধ্যে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি সামাজিক মাধ্যম যেহেতু অনুসরণ করেন, তাহলে দেখবেন, আপনার সঙ্গে সাকিব আল হাসানের তুলনা হচ্ছে। এটা নিয়ে আপনি কী বলবেন?’ উত্তরে হামজা বলেন, ‘সাকিবের সঙ্গে তুলনা করার মতো অবস্থায় আমি নেই। সাকিব বাংলাদেশের মেগাস্টার। বহু বছর ধরে অনেক কিছু করেছেন দেশের জন্য।’ ইংল্যান্ডে বছরের পর বছর খেললেও হামজার শিকড় বাংলাদেশেই। শিকড়ের টানে বাংলা গান শোনেন কি না, এমন প্রশ্নে হামজা বলেছেন, ‘বাংলা গান হুনি না।’
জাতীয় ফুটবল দলে খেলতে বাংলাদেশে হামজার আসার খবর জানা গিয়েছিল অনেক আগেই। জামাল ভূঁইয়া বা দেশের অন্য কোনো ফুটবলারের সঙ্গে এ ব্যাপারে (বাংলাদেশে আসা) কথাবার্তা হয়েছিল কি না, জানতে চাইলে হামজা বলেন, ‘সেভাবে কারও সঙ্গে গত কয়েক দিন কথা হয়নি। গত তিন দিনে কোচের সঙ্গে বেশি যোগাযোগ হয়েছে।’
হামজা কাল ঢাকায় ফিরবেন। বাফুফেতেও তাঁর একটা সংবাদ সম্মেলন হবে। ২০ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চলে যাবে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের অভিষেক হওয়ার কথা হামজার। ভারতকে হারাবেন বলে আত্মবিশ্বাসী হামজা।
হামজা চৌধুরীর আগমনে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় সকাল থেকে উৎসবের আমেজ। সন্ধ্যায় ইফতারের পর তাঁর সেই বাড়ির উঠোনে হয়ে গেল আগত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন। জনাকীর্ণ পরিবেশে সংবাদ সম্মেলনে তাঁকে করা হলো হালকা, সিরিয়াস নানা প্রশ্ন।
নিজ বাড়িতে আজ সন্ধ্যায় হামজা বাংলা, ইংরেজি—দুই ভাষাতেই অনেক প্রশ্নের উত্তর দিলেন। ভিড়ের মধ্যে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি সামাজিক মাধ্যম যেহেতু অনুসরণ করেন, তাহলে দেখবেন, আপনার সঙ্গে সাকিব আল হাসানের তুলনা হচ্ছে। এটা নিয়ে আপনি কী বলবেন?’ উত্তরে হামজা বলেন, ‘সাকিবের সঙ্গে তুলনা করার মতো অবস্থায় আমি নেই। সাকিব বাংলাদেশের মেগাস্টার। বহু বছর ধরে অনেক কিছু করেছেন দেশের জন্য।’ ইংল্যান্ডে বছরের পর বছর খেললেও হামজার শিকড় বাংলাদেশেই। শিকড়ের টানে বাংলা গান শোনেন কি না, এমন প্রশ্নে হামজা বলেছেন, ‘বাংলা গান হুনি না।’
জাতীয় ফুটবল দলে খেলতে বাংলাদেশে হামজার আসার খবর জানা গিয়েছিল অনেক আগেই। জামাল ভূঁইয়া বা দেশের অন্য কোনো ফুটবলারের সঙ্গে এ ব্যাপারে (বাংলাদেশে আসা) কথাবার্তা হয়েছিল কি না, জানতে চাইলে হামজা বলেন, ‘সেভাবে কারও সঙ্গে গত কয়েক দিন কথা হয়নি। গত তিন দিনে কোচের সঙ্গে বেশি যোগাযোগ হয়েছে।’
হামজা কাল ঢাকায় ফিরবেন। বাফুফেতেও তাঁর একটা সংবাদ সম্মেলন হবে। ২০ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চলে যাবে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের অভিষেক হওয়ার কথা হামজার। ভারতকে হারাবেন বলে আত্মবিশ্বাসী হামজা।
ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস চলছে। রমজানের সময় মুসলিম খেলোয়াড়দের অনেকেই রোজা রেখে খেলেন। লামিনে ইয়ামাল কদিন আগে চ্যাম্পিয়নস লিগে রোজা রেখে খেলেছেন। এবার তিনি তা করবেন আন্তর্জাতিক ফুটবলেও।
৩ মিনিট আগেক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মুস্তাকিম হাওলাদার গতকাল তাক লাগিয়ে দিয়েছে।স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশে কোনো ব্যাটার আগে যেখানে ৪০০ রান করতে পারেননি, মুস্তাকিম সেই কীর্তি গড়েছে। রেকর্ড গড়া এই ক্রিকেটারকে বিশেষ উপহার দিচ্ছেন লিটন দাস।
১ ঘণ্টা আগেসুদূর ইংল্যান্ড থেকে রোববার রাতে রওনা দিয়ে সোমবার সকালে সিলেটে আসেন হামজা চৌধুরী। সিলেট ওসমানী বন্দর থেকে চলে যান হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। সেখানে উৎসব মুখর পরিবেশে কাটানোর পর হামজা গত রাতে ফিরেছেন ঢাকায়।
১ ঘণ্টা আগেচার বছরেরও বেশি সময় আগে ডিয়েগো ম্যারাডোনা চলে গেছেন না ফেরার দেশে। তবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পর থেকেই পরিবারের সদস্যেরা মনে করছেন, স্বাভাবিকভাবে হয়নি তাঁর মৃত্যু। ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগে