নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হামজা চৌধুরীর আগমনে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় সকাল থেকে উৎসবের আমেজ। সন্ধ্যায় ইফতারের পর তাঁর সেই বাড়ির উঠোনে হয়ে গেল আগত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন। জনাকীর্ণ পরিবেশে সংবাদ সম্মেলনে তাঁকে করা হলো হালকা, সিরিয়াস নানা প্রশ্ন।
নিজ বাড়িতে আজ সন্ধ্যায় হামজা বাংলা, ইংরেজি—দুই ভাষাতেই অনেক প্রশ্নের উত্তর দিলেন। ভিড়ের মধ্যে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি সামাজিক মাধ্যম যেহেতু অনুসরণ করেন, তাহলে দেখবেন, আপনার সঙ্গে সাকিব আল হাসানের তুলনা হচ্ছে। এটা নিয়ে আপনি কী বলবেন?’ উত্তরে হামজা বলেন, ‘সাকিবের সঙ্গে তুলনা করার মতো অবস্থায় আমি নেই। সাকিব বাংলাদেশের মেগাস্টার। বহু বছর ধরে অনেক কিছু করেছেন দেশের জন্য।’ ইংল্যান্ডে বছরের পর বছর খেললেও হামজার শিকড় বাংলাদেশেই। শিকড়ের টানে বাংলা গান শোনেন কি না, এমন প্রশ্নে হামজা বলেছেন, ‘বাংলা গান হুনি না।’
জাতীয় ফুটবল দলে খেলতে বাংলাদেশে হামজার আসার খবর জানা গিয়েছিল অনেক আগেই। জামাল ভূঁইয়া বা দেশের অন্য কোনো ফুটবলারের সঙ্গে এ ব্যাপারে (বাংলাদেশে আসা) কথাবার্তা হয়েছিল কি না, জানতে চাইলে হামজা বলেন, ‘সেভাবে কারও সঙ্গে গত কয়েক দিন কথা হয়নি। গত তিন দিনে কোচের সঙ্গে বেশি যোগাযোগ হয়েছে।’
হামজা কাল ঢাকায় ফিরবেন। বাফুফেতেও তাঁর একটা সংবাদ সম্মেলন হবে। ২০ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চলে যাবে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের অভিষেক হওয়ার কথা হামজার। ভারতকে হারাবেন বলে আত্মবিশ্বাসী হামজা।
হামজা চৌধুরীর আগমনে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় সকাল থেকে উৎসবের আমেজ। সন্ধ্যায় ইফতারের পর তাঁর সেই বাড়ির উঠোনে হয়ে গেল আগত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন। জনাকীর্ণ পরিবেশে সংবাদ সম্মেলনে তাঁকে করা হলো হালকা, সিরিয়াস নানা প্রশ্ন।
নিজ বাড়িতে আজ সন্ধ্যায় হামজা বাংলা, ইংরেজি—দুই ভাষাতেই অনেক প্রশ্নের উত্তর দিলেন। ভিড়ের মধ্যে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি সামাজিক মাধ্যম যেহেতু অনুসরণ করেন, তাহলে দেখবেন, আপনার সঙ্গে সাকিব আল হাসানের তুলনা হচ্ছে। এটা নিয়ে আপনি কী বলবেন?’ উত্তরে হামজা বলেন, ‘সাকিবের সঙ্গে তুলনা করার মতো অবস্থায় আমি নেই। সাকিব বাংলাদেশের মেগাস্টার। বহু বছর ধরে অনেক কিছু করেছেন দেশের জন্য।’ ইংল্যান্ডে বছরের পর বছর খেললেও হামজার শিকড় বাংলাদেশেই। শিকড়ের টানে বাংলা গান শোনেন কি না, এমন প্রশ্নে হামজা বলেছেন, ‘বাংলা গান হুনি না।’
জাতীয় ফুটবল দলে খেলতে বাংলাদেশে হামজার আসার খবর জানা গিয়েছিল অনেক আগেই। জামাল ভূঁইয়া বা দেশের অন্য কোনো ফুটবলারের সঙ্গে এ ব্যাপারে (বাংলাদেশে আসা) কথাবার্তা হয়েছিল কি না, জানতে চাইলে হামজা বলেন, ‘সেভাবে কারও সঙ্গে গত কয়েক দিন কথা হয়নি। গত তিন দিনে কোচের সঙ্গে বেশি যোগাযোগ হয়েছে।’
হামজা কাল ঢাকায় ফিরবেন। বাফুফেতেও তাঁর একটা সংবাদ সম্মেলন হবে। ২০ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চলে যাবে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের অভিষেক হওয়ার কথা হামজার। ভারতকে হারাবেন বলে আত্মবিশ্বাসী হামজা।
২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ফুটবল খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ফুটবল দল আগামীকাল রওনা দেবে শিলংয়ের উদ্দেশ্যে। তার আগে আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করল বাফুফে। বাংলাদেশের হয়ে ৮ নম্বর জার্সিতে ছবিও তুলেছেন হামজা।
১ ঘণ্টা আগেভারত ম্যাচের আগে আলোচনা জন্ম দিয়েছে ফাহামিদুল ইসলামের বাদ পড়া। ইতালিপ্রবাসী এই ফুটবলার সৌদি আরবে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও তাঁকে চূড়ান্ত দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। সিন্ডিকেটের কারণে ফাহামিদুল বাদ পড়েছেন, এমন দাবি তোলেন সমর্থকেরা। বাফুফেতে সিন্ডিকেটের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী
১ ঘণ্টা আগেফাহামিদুল ইসলামের ভিডিও ফুটেজ দেখে বেশ মুগ্ধই হয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ফাহামিদুলকে তাই রাখা হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও। কিন্তু সৌদি আরবে ক্যাম্পের পর দেখা গেল ভিন্ন চিত্র। দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহামিদুল।
২ ঘণ্টা আগেজামাল ভূঁইয়া কথাটি বলতেই গোটা সংবাদ সম্মেলনে হাসির রোল উঠল। কেউ কেউ তালিও বাজালেন। এতেই বোঝা যায়, বাংলাদেশ অধিনায়কের সঙ্গে দ্বিমত নেই কারোরই।
২ ঘণ্টা আগে