Ajker Patrika

হামজার চোখে সাকিব আল হাসান মেগাস্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২০: ১৯
সাকিবকে মেগা স্টার মনে করেন হামজা চৌধুরী। ফাইল ছবি
সাকিবকে মেগা স্টার মনে করেন হামজা চৌধুরী। ফাইল ছবি

হামজা চৌধুরীর আগমনে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় সকাল থেকে উৎসবের আমেজ। সন্ধ্যায় ইফতারের পর তাঁর সেই বাড়ির উঠোনে হয়ে গেল আগত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন। জনাকীর্ণ পরিবেশে সংবাদ সম্মেলনে তাঁকে করা হলো হালকা, সিরিয়াস নানা প্রশ্ন।

নিজ বাড়িতে আজ সন্ধ্যায় হামজা বাংলা, ইংরেজি—দুই ভাষাতেই অনেক প্রশ্নের উত্তর দিলেন। ভিড়ের মধ্যে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি সামাজিক মাধ্যম যেহেতু অনুসরণ করেন, তাহলে দেখবেন, আপনার সঙ্গে সাকিব আল হাসানের তুলনা হচ্ছে। এটা নিয়ে আপনি কী বলবেন?’ উত্তরে হামজা বলেন, ‘সাকিবের সঙ্গে তুলনা করার মতো অবস্থায় আমি নেই। সাকিব বাংলাদেশের মেগাস্টার। বহু বছর ধরে অনেক কিছু করেছেন দেশের জন্য।’ ইংল্যান্ডে বছরের পর বছর খেললেও হামজার শিকড় বাংলাদেশেই। শিকড়ের টানে বাংলা গান শোনেন কি না, এমন প্রশ্নে হামজা বলেছেন, ‘বাংলা গান হুনি না।’

জাতীয় ফুটবল দলে খেলতে বাংলাদেশে হামজার আসার খবর জানা গিয়েছিল অনেক আগেই। জামাল ভূঁইয়া বা দেশের অন্য কোনো ফুটবলারের সঙ্গে এ ব্যাপারে (বাংলাদেশে আসা) কথাবার্তা হয়েছিল কি না, জানতে চাইলে হামজা বলেন, ‘সেভাবে কারও সঙ্গে গত কয়েক দিন কথা হয়নি। গত তিন দিনে কোচের সঙ্গে বেশি যোগাযোগ হয়েছে।’

হামজা কাল ঢাকায় ফিরবেন। বাফুফেতেও তাঁর একটা সংবাদ সম্মেলন হবে। ২০ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চলে যাবে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের অভিষেক হওয়ার কথা হামজার। ভারতকে হারাবেন বলে আত্মবিশ্বাসী হামজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এসপির ‘আচরণে’ বদলির হিড়িক

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

কোকাকোলা থেকে কোলগেট, মার্কিন পণ্য বর্জনের ডাক উঠেছে ইউরোপজুড়ে

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত