Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

১৬ বছর পর ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

১৬ বছর পর ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড
২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে উঠল নিউজিল্যান্ড। ছবি: এএফপি

ফুটবল বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের কাছে ‘অমাবশ্যার চাঁদের’ মতো। এখন পর্যন্ত ২২ বার ফুটবল বিশ্বকাপের মধ্যে দুইবার তারা খেলতে পেরেছে টুর্নামেন্ট। অবশেষে তৃতীয়বারের মতো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলার যোগ্যতা অর্জন করল নিউজিল্যান্ড।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে নিউ ক্যালিডোনিয়া ও নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে নিউ ক্যালিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট কেটেছে নিউজিল্যান্ড। সবশেষ ২০১০ বিশ্বকাপের মূল পর্বে খেলতে পেরেছিল নিউজিল্যান্ড।

অকল্যান্ডের ইডেন পার্কে আজ নিউ ক্যালিডোনিয়া-নিউজিল্যান্ড ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৫৪ মিনিটে পিঠের চোটে পড়ায় মাঠ ছাড়েন নিউজিল্যান্ড অধিনায়ক ক্রিস উড। এক ঘণ্টা গোলশূন্য থাকার পর অবশেষে ম্যাচে পাওয়া যায় গোলের দেখা। ৬১ মিনিটে গোল করেন নিউজিল্যান্ডের ডিফেন্ডার মাইকেল বক্সাল। ফ্রাঙ্কিস ডি ভ্রাইজের অ্যাসিস্টে বক্সাল করেছেন গোল। ৪৬ মিনিটে ম্যাথিউ গার্বেটের বদলি হিসেবে মাঠে নামেন ডি ভ্রাইজ।

প্রথম গোল হওয়ার পর ১৯ মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে নিউজিল্যান্ড। এই দুই গোলই এসেছে বদলি ফুটবলারের পা থেকে। ৬৬ মিনিটে গোল করেন কস্তা বারবারোসেস। তিনি উডের বদলি হিসেবেই মাঠে নামেন। তাঁকে অ্যাসিস্ট করেন নিউজিল্যান্ড ডিফেন্ডার টিম পেইন। নিউজিল্যান্ডের তৃতীয় গোলে অবদান রাখেন বারবারোসেস। ৮০ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেছেন এলিজা জাস্ট। ৪৬ মিনিটে ক্যালাম ম্যাককাওয়াটের বদলি হিসেবে জাস্ট নামেন।

এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পাঁচ দল। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো-এই তিন দল আয়োজকসূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। জাপান বাছাইপর্ব উতড়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ২০ মার্চ। নিউজিল্যান্ড আজ বাছাইপর্বের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ।

আরও তিন বছর ক্রিকেট খেলতে চান তেতাল্লিশ ছুঁই ছুঁই অ্যান্ডারসন

যে কীর্তিতে মিরোস্লাভ ক্লোসার পাশে হ্যারি কেইন

সাত সপ্তাহ মাঠের বাইরে হালান্ড

টাইগার উডস প্রেমিকা খুঁজে পাওয়ায় খুশি ডোনাল্ড ট্রাম্প

ইন্টার মায়ামিতে মেসির দেহরক্ষী নিষিদ্ধ

অনেক কষ্টে ‘লোভ’ সামলেছেন নেইমার

রাগবি বিশ্বকাপেরও আয়োজক হতে চায় সৌদি আরব

নামের জোরেই আইপিএলে টিকে আছেন রোহিত, দাবি ভনের

এক সপ্তাহ পর মাঠে নামছে পাঞ্জাব, খেলা দেখবেন কোথায়

আইপিএল অভিষেকে রেকর্ড গড়া ভারতীয় তরুণ ক্রিকেটারের গল্পটা তবে এই