ক্রীড়া ডেস্ক
বুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে গত শনিবার গোল করেছেন হ্যারি কেইন। তাঁর এবং লে রয় সানের জোড়া গোলের সুবাদে বায়ার্ন ম্যাচটি জেতে ৩-২ গোলে। এই ম্যাচে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেইন, আর সে কীর্তিতে বায়ার্নের ইংলিশ এই স্ট্রাইকার পাশে বসে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।
সে কীর্তিটি কি? বুন্দেসলিগায় মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষে গোল করা। চলতি বুন্দেসলিগায় ২২ গোল করা কেইন প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া ১৯ দলের বিপক্ষে গোল করার চক্র পূরণ করেন সেন্ট পাউলির বিপক্ষে গোল দিয়ে। বুন্দেসলিগায় এর চেয়ে বেশি ২৮ দলের মুখোমুখি হয়ে সব প্রতিপক্ষের বিপক্ষে গোল করার রেকর্ড মিরোস্লাভ ক্লোসার।
ইংলিশ প্রিমিয়ার লিগেও মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষেও গোল করার রেকর্ড কেইনের। ইংলিশ প্রিমিয়ার ৩২টি দলের বিপক্ষে খেলেছেন তিনি, গোল করেছেন সবার বিপক্ষেই।
২০২৩ সালের আগস্টে ইংলিশ প্রিমিয়ারের দল টটেনহাম হটস্পার ছেড়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমান কেইন। এরপর দলটির হয়ে বুন্দেসলিগায় ৫৭টি ম্যাচ খেলেন তিনি। গোল করেছেন ৫৮ টি। বিবিসি বলছে, এই সময়ে এত বেশি গোল বিশ্বের আর কোনো স্ট্রাইকারই করতে পারেননি। ৪৯টি গোল নিয়ে কেইনের কাছাকাছি আছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। এই সময়ে এমবাপ্পে ম্যাচ খেলেছেন ৫৬ টি।
বুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে গত শনিবার গোল করেছেন হ্যারি কেইন। তাঁর এবং লে রয় সানের জোড়া গোলের সুবাদে বায়ার্ন ম্যাচটি জেতে ৩-২ গোলে। এই ম্যাচে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেইন, আর সে কীর্তিতে বায়ার্নের ইংলিশ এই স্ট্রাইকার পাশে বসে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।
সে কীর্তিটি কি? বুন্দেসলিগায় মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষে গোল করা। চলতি বুন্দেসলিগায় ২২ গোল করা কেইন প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া ১৯ দলের বিপক্ষে গোল করার চক্র পূরণ করেন সেন্ট পাউলির বিপক্ষে গোল দিয়ে। বুন্দেসলিগায় এর চেয়ে বেশি ২৮ দলের মুখোমুখি হয়ে সব প্রতিপক্ষের বিপক্ষে গোল করার রেকর্ড মিরোস্লাভ ক্লোসার।
ইংলিশ প্রিমিয়ার লিগেও মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষেও গোল করার রেকর্ড কেইনের। ইংলিশ প্রিমিয়ার ৩২টি দলের বিপক্ষে খেলেছেন তিনি, গোল করেছেন সবার বিপক্ষেই।
২০২৩ সালের আগস্টে ইংলিশ প্রিমিয়ারের দল টটেনহাম হটস্পার ছেড়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমান কেইন। এরপর দলটির হয়ে বুন্দেসলিগায় ৫৭টি ম্যাচ খেলেন তিনি। গোল করেছেন ৫৮ টি। বিবিসি বলছে, এই সময়ে এত বেশি গোল বিশ্বের আর কোনো স্ট্রাইকারই করতে পারেননি। ৪৯টি গোল নিয়ে কেইনের কাছাকাছি আছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। এই সময়ে এমবাপ্পে ম্যাচ খেলেছেন ৫৬ টি।
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক পর্তুগাল, স্পেন ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। গত ৫ মার্চ অনুষ্ঠিত ফিফা কাউন্সিলে বিশ্বকাপের দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইগনাসিও আলোনসো...
৩ ঘণ্টা আগেআইপিএলের মাঝপথেই ধাক্কা খেল গুজরাট টাইটান্স। দলটির হয়ে পুরো মৌসুম খেলার কথা ছিল কাগিসো রাবাদার। কিন্তু দুই ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন তিনি। ফিরবেন কবে তা জানানো হয়নি।
৪ ঘণ্টা আগেহামজা চৌধুরীর আগমনে প্রবাসী ফুটবলারদের নিয়ে বেড়েছে উন্মাদনা। জাতীয় ফুটবল দলের পাশাপাশি এর ছাপ পড়েছে বয়সভিত্তিক ফুটবলেও। সাফ অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিতে আজ বাফুফের অধীনে ট্রায়াল দিয়েছেন দুই প্রবাসী ফুটবলার এলমান মতিন ও আব্দুল কাদির।
৫ ঘণ্টা আগেবাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আইসিসি ইভেন্ট থেকে শুরু করে দ্বিপক্ষীয় সিরিজ—সবখানেই তাদের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। ঘরের মাঠ, বিদেশের মাঠ-কোথাও প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না পাকিস্তান...
৮ ঘণ্টা আগে