Ajker Patrika

রাগবি বিশ্বকাপেরও আয়োজক হতে চায় সৌদি আরব

খেলা ডেস্ক
কাতার ও আরব আমিরাতকে নিয়ে রাগবির বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। ফাইল ছবি
কাতার ও আরব আমিরাতকে নিয়ে রাগবির বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। ফাইল ছবি

বক্সিং, ফর্মুলা ওয়ান, ফুটবল কিংবা টেনিসে বিপুল বিনিয়োগ সৌদি আরবের। এই সব খেলার মর্যাদাপূর্ণ অনেক টুর্নামেন্টই হয়ে থাকে সৌদি আরবে। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজন স্বত্বও পেয়েছে তারা। এবার কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে রাগবি বিশ্বকাপও আয়োজন করতে চায় সৌদি আরব।

মধ্যপ্রাচ্যের এই তিন দেশ মিলে রাগবি বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা দেওয়ারর সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৫ অথবা ২০৩৯ রাগবি বিশ্বকাপের জন্য বিড করবে তারা। কাতার ও আমিরাতের সঙ্গে সৌদির এই রাগবি বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়েছেন এশিয়া রাগবি ফেডারেশনের প্রধান কাইস আর ধালাই। প্রতিযোগিতার আয়োজন স্বত্ব পেলে এই তিন দেশ ‘রাগবি ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ’ করে দেখাবে বলেও মনে করেন ধালাই।

তবে শুধু মরুর এই তিন দেশই নয়, ২০৩৫ কিংবা ২০৩৯ সালের রাগবি বিশ্বকাপ আয়োজন করতে চায় জাপানও। যে আগ্রহের কথা আগেই জানিয়ে রেখেছে জাপান। তা ছাড়া ২০১৯ বিশ্বকাপের রাগবি বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতাও আছে জাপানের।

আগামী দুই বছরের মধ্যে ২০৩৫ রাগবি বিশ্বকাপের বিডিং প্রক্রিয়া শুরু হবে। সেই আসরের আয়োজক হতে আগ্রহের কথা এরই মধ্যে জাপান ছাড়াও জানিয়েছে ইতালি ও স্পেন। এই দুই দেশের কেউ ২০৩৫ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পেয়ে গেলে ২০৩৯ বিশ্বকাপের জন্য বিড করবে সৌদি, কাতার ও আরব আমিরাত এবং জাপান। সে ক্ষেত্রে এশিয়া রাগবির সমর্থন থাকবে তিন দেশের মিলিত প্রার্থিতার ওপর। ধালাই তো বলেন বসলেন, ‘আমাদের উপসাগরীয় অঞ্চলের নেতাদের বিশ্বাস, কোনো কিছুই অসম্ভব নয়। আমি এখনই দেখতে পাচ্ছি, ২০৩৫ সালেই এটা (মধ্যপ্রাচ্যের তিন দেশে) ঘটতে পারে।’

কাতার রাগবি ফেডারেশন ও আরব আমিরাত রাগবি ফেডারেশন এশিয়া রাগবি ও ওয়ার্ল্ড রাগবির পূর্ণ সদস্য। কিন্তু সৌদি আরব ওয়ার্ল্ড রাগবির সদস্য নয়, এশিয়া রাগবিরও সহযোগী সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত