তামিম ইকবাল এ বছরের জানুয়ারিতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। অবসরের আগে বাংলাদেশের জার্সিতে খেলেছেন মনে রাখার মতো অসংখ্য ইনিংস। গড়েছেন অনেক রেকর্ড।
জীবনের ৩৬ বসন্ত পেরিয়ে তামিম আজ ৩৭ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিমের সঙ্গে রয়েছে অসংখ্য স্মৃতি। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ফরচুন বরিশালের টানা দুবার বিপিএল (২০২৪ ও ২০২৫) জয়ী দলে একসঙ্গে খেলেছেন তামিম ও মুশফিক। তামিমের সঙ্গে সেলফি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মুশফিক পোস্ট করেছেন। মুশফিক লিখেছেন, ‘শুভ জন্মদিন দোস্ত। অসংখ্য শুভকামনা।’
বাংলাদেশের জার্সিতে তামিম করেছেন ২৫ সেঞ্চুরি। যার মধ্যে টেস্টে করেছেন ১০ সেঞ্চুরি। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে তিন অঙ্ক ছুঁয়ে নাম লেখালেন লর্ডসের অনার্স বোর্ডে। তামিমকে নিয়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে দুটি পোস্ট করেছে। যার একটিতে রয়েছে সেঞ্চুরির পর তামিমের উদযাপনের মুহূর্ত। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড লিখেছেন, ‘শুভ জন্মদিন, তামিম ইকবাল।’ তামিমের শূন্যে উড়ে উদ্যাপন দেখা গেছে সেই ছবিতে। ক্যাপশনে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।
তামিমের ৩৬তম জন্মদিনের আগমুহূর্তেই সাকিব পেলেন সুখবর। আইসিসি গতকাল সাকিবের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হওয়ার পর কয়েক দফা পরীক্ষা দিয়ে সফল হয়েছেন তিনি। নানা কারণে সাকিব আর বাংলাদেশের জার্সিতে খেলতে পারছেন না।
তামিমের দীর্ঘদিনের সতীর্থ মুশফিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৫ মার্চ। এক সপ্তাহ পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তামিমের মতো মুশফিক, মাহমুদউল্লাহও সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন।