Ajker Patrika

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে বড় দুঃসংবাদ ব্রাজিল দলে

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেলেন আলিসন বেকার। ছবি: এএফপি
আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেলেন আলিসন বেকার। ছবি: এএফপি

আগামী ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী বিপক্ষে নামার আগে বড় দুঃসংবাদ পেল তারা। কলম্বিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন গোলরক্ষক আলিসন বেকার। আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেলেন লিভারপুলের এই তারকা গোলরক্ষক। তাঁর জায়গায় নেওয়া হয়েছে ওয়েভের্তনকে।

গোলরক্ষক ঠাড়াও স্কোয়াডে আরও দুই পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে। ম্যাচে দলে এসেছেন মিডফিল্ডার জোয়াও গোমেজ, এদেরসন ও ডিফেন্ডার বেরালদোও। কলম্বিয়ার বিপক্ষে গত ম‍্যাচে আলিসনের সঙ্গে চোটে ছিটকে গেছেন জেহসন। একাধিক কার্ডের জন্য খেলতে পারছেন না গাব্রিয়েল মাগালিয়াইস ও ব্রুনো গিমারাইস।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭১ মিনিটে বলের দখল নিতে গিয়ে মাথায় আঘাত পান অ্যালিসন ও দেভিনসন সানচেজ। কিছুটা সময় মাঠে শুয়ে থেকে শুশ্রূষা নেন দুজনই। তবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি কারও পক্ষে। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ার ডিফেন্ডার সানচেজ। হেঁটে মাঠ থেকে বের হওয়া ব্রাজিল গোলরক্ষক আলিসনের জায়গায় সুযোগ পান বেন্তো।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। আগের দিন কলম্বিয়াকে হারিয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট অর্জন করে টেবিলের দুইয়ে উঠেছিল ব্রাজিল। আজ আবার তিনে নেমে গেল তারা। ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ইকুয়েডর। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে। ২৬ মার্চ বাংলাদেশ সময় সকালে বুয়েন্স আইরেসে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার ‘বিশেষ বৈঠক’, ব্যাখ্যা চাইল সদর দপ্তর

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

নতুন বাহিনীর প্রস্তাবে অসন্তোষ বেবিচকে

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই–মেইল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত