Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

‘আইসিসির আয়নায় পাকিস্তানের আসল রূপ ধরা পড়েছে’

ক্রীড়া ডেস্ক    

‘আইসিসির আয়নায় পাকিস্তানের আসল রূপ ধরা পড়েছে’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পর চার দিন পেরিয়ে গেছে। দুবাইয়ে ৯ মার্চের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে। তবু শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে আলোচনা থামছে না। এবার তোপ দেগেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।

৯ মার্চ ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পরিচালক রজার টুজ ছিলেন। কিন্তু যে পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক, তাদের কোনো প্রতিনিধি ছিলেন না। পিসিবি সভাপতি মহসিন নাকভি দুবাইয়ে যাননি ফাইনালের দিন। পিসিবি প্রতিনিধি হিসেবে সুমাইর আহমেদকে পাঠালেও তিনি চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান অংশের জন্য ছিলেন।

টুর্নামেন্টের ফাইনালে পিসিবির কেউ না থাকায় সামাজিক মাধ্যমে তৎক্ষণাৎ ক্ষোভ ঝেরেছিলেন শোয়েব আকতার। এবার আকমল নিজের ইউটিউব চ্যানেলে ব্যাপারটি নিয়ে সমালোচনা করেছেন। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আইসিসি আমাদের আয়না দেখিয়েছে। টুর্নামেন্টের পরিচালক (সুমায়ের) সেখানে ছিলেন। তিনি উপস্থিত থাকার কথা ছিল। কেন থাকলেন না তিনি? কারণ, আমাদের সেখানে থাকার কোনো যোগ্যতা নেই।’

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করেছে পাকিস্তান। স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দলের ভরাডুবি হয়েছে টুর্নামেন্টে। নিউজিল্যান্ড, ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা হওয়ার কথা হলেও রাওয়ালপিন্ডির তুমুল বৃষ্টিতে সেটা হতে পারেনি।

চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও রানার্সআপ হয়েছে পাকিস্তান। রিজওয়ান-বাবর আজমদের দল ফাইনালসহ দুই ম্যাচ হেরেছিল কিউইদের কাছে। ধারাবাহিকভাবে ব্যর্থ পাকিস্তানের সমালোচনা করে আকমল বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি না। কম মানের দলগুলো আমাদের আয়না দেখিয়েছে। পাকিস্তান কীভাবে টুর্নামেন্ট আয়োজন করেছে, সেটা কেউ বলছে না। এমন ক্রিকেট যদি খেলি, তাহলে আমাদের সঙ্গে এমন আচরণ করা হবে। যদি নিজের জন্য খেলেন, তাহলে কোনো সম্মান পাবেন না।’

হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি হলেও টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান। ভারত তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। তবে টুর্নামেন্টের আয়োজন দেখে আকমলের কাছে মোটেও আইসিসি ইভেন্ট মনে হয়নি। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘এটা আমাদের ইভেন্ট। আমরা আয়োজন করেছি। ইনিংসের মাঝের বিরতিতে আমাদের কারও যাওয়া উচিত ছিল। আতিফ আসলাম গান গেয়েছেন। তিনি তো যেতে পারতেন। আমাদের দেশের কোনো প্রতিনিধি ছিলেন না। দুবাইয়ে যেভাবে তারা আয়োজন করেছে, তাতে এটাকে একটা আইপিএল ইভেন্ট মনে হয়েছে।’

জিম্বাবুয়েকে শক্তিশালী দল মনে করে বাংলাদেশ

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ জিতল সোনা

ফিরেই দুর্দান্ত তাসকিন, জিতলেন তামিমরা

নিজের অভিনীত সিনেমার নাম জানালেন ওয়ার্নার

টুপিতে ইমরান খানের কয়েদি নম্বর পরায় কঠিন শাস্তি জামালের

সুপার ওভারে অবিশ্বাস্য রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে

রোনালদোর ‘আরেকটি যুদ্ধজয়’

চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারতীয় ক্রিকেটারকে হুমকি, ‘দেশে এসো না...’

ব্রাজিলকে বিপদে ফেলে ছিটকে গেলেন নেইমার

জোড়া সেঞ্চুরির পর আবারও মাঠে নামছেন তামিম, খেলা দেখবেন কোথায়