নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটার আজ পর্যন্ত চারশ রান করতে পারেননি। সেটাই আজ করল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এক স্কুল ক্রিকেটার।
মুস্তাকিমের এই রেকর্ড প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের দশম আসরে (২০২৪-২৫ মৌসুমে) ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত তিনি। তাঁর স্কোরের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রাইম ব্যাংক পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘৫০ চার, ২২ ছক্কা! একাই চারশ করেছেন। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটারের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হওয়ায় মুস্তাকিমকে ধন্যবাদ ও অভিনন্দন।’
মুস্তাকিম আজ রেকর্ড গড়ে সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজের বিপক্ষে। ১৭০ বলে ৫০ চার ও ২২ ছক্কায় করে ৪০৪ রান। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকে। তার রেকর্ডের দিনে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান করেছে ক্যামব্রিয়ান। এই দলেরই চার নম্বরে নামা ব্যাটার সাদ পারভেজ ১২৪ বলে ২৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছে। ৩২ চার ও ১৩ ছক্কা মেরেছে।
সেন্ট গ্রেগরির জন্য দিনটা আসলে ভুলে যাওয়ার মতোই ছিল। তারা ৮১ রান অতিরিক্ত দিয়েছে, যার মধ্যে ৬৫ রানই ওয়াইড। ৭৭১ রানের এভারেস্ট সমান লক্ষ্যে নেমে ১১.৪ ওভারে ৩২ রানেই গুটিয়ে গেছে সেন্ট গ্রেগরি। ৭৩৮ রানের বিশাল জয়ে রেকর্ড গড়া মুস্তাকিমই হয়েছে ম্যাচ-সেরা।
স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটার আজ পর্যন্ত চারশ রান করতে পারেননি। সেটাই আজ করল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এক স্কুল ক্রিকেটার।
মুস্তাকিমের এই রেকর্ড প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের দশম আসরে (২০২৪-২৫ মৌসুমে) ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত তিনি। তাঁর স্কোরের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রাইম ব্যাংক পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘৫০ চার, ২২ ছক্কা! একাই চারশ করেছেন। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটারের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হওয়ায় মুস্তাকিমকে ধন্যবাদ ও অভিনন্দন।’
মুস্তাকিম আজ রেকর্ড গড়ে সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজের বিপক্ষে। ১৭০ বলে ৫০ চার ও ২২ ছক্কায় করে ৪০৪ রান। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকে। তার রেকর্ডের দিনে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান করেছে ক্যামব্রিয়ান। এই দলেরই চার নম্বরে নামা ব্যাটার সাদ পারভেজ ১২৪ বলে ২৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছে। ৩২ চার ও ১৩ ছক্কা মেরেছে।
সেন্ট গ্রেগরির জন্য দিনটা আসলে ভুলে যাওয়ার মতোই ছিল। তারা ৮১ রান অতিরিক্ত দিয়েছে, যার মধ্যে ৬৫ রানই ওয়াইড। ৭৭১ রানের এভারেস্ট সমান লক্ষ্যে নেমে ১১.৪ ওভারে ৩২ রানেই গুটিয়ে গেছে সেন্ট গ্রেগরি। ৭৩৮ রানের বিশাল জয়ে রেকর্ড গড়া মুস্তাকিমই হয়েছে ম্যাচ-সেরা।
২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ফুটবল খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ফুটবল দল আগামীকাল রওনা দেবে শিলংয়ের উদ্দেশ্যে। তার আগে আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করল বাফুফে। বাংলাদেশের হয়ে ৮ নম্বর জার্সিতে ছবিও তুলেছেন হামজা।
১ ঘণ্টা আগেভারত ম্যাচের আগে আলোচনা জন্ম দিয়েছে ফাহামিদুল ইসলামের বাদ পড়া। ইতালিপ্রবাসী এই ফুটবলার সৌদি আরবে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও তাঁকে চূড়ান্ত দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। সিন্ডিকেটের কারণে ফাহামিদুল বাদ পড়েছেন, এমন দাবি তোলেন সমর্থকেরা। বাফুফেতে সিন্ডিকেটের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী
১ ঘণ্টা আগেফাহামিদুল ইসলামের ভিডিও ফুটেজ দেখে বেশ মুগ্ধই হয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ফাহামিদুলকে তাই রাখা হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও। কিন্তু সৌদি আরবে ক্যাম্পের পর দেখা গেল ভিন্ন চিত্র। দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহামিদুল।
২ ঘণ্টা আগেজামাল ভূঁইয়া কথাটি বলতেই গোটা সংবাদ সম্মেলনে হাসির রোল উঠল। কেউ কেউ তালিও বাজালেন। এতেই বোঝা যায়, বাংলাদেশ অধিনায়কের সঙ্গে দ্বিমত নেই কারোরই।
২ ঘণ্টা আগে