Ajker Patrika

৪০০ রান করে তাক লাগিয়ে দিল বাংলাদেশের স্কুল ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৪: ০৯
৪০০ রান করে রেকর্ড গড়েছেন মুস্তাকিম হাওলাদার। ছবি: প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট
৪০০ রান করে রেকর্ড গড়েছেন মুস্তাকিম হাওলাদার। ছবি: প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট

স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটার আজ পর্যন্ত চারশ রান করতে পারেননি। সেটাই আজ করল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এক স্কুল ক্রিকেটার।

মুস্তাকিমের এই রেকর্ড প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের দশম আসরে (২০২৪-২৫ মৌসুমে) ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত তিনি। তাঁর স্কোরের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রাইম ব্যাংক পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘৫০ চার, ২২ ছক্কা! একাই চারশ করেছেন। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটারের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হওয়ায় মুস্তাকিমকে ধন্যবাদ ও অভিনন্দন।’

মুস্তাকিম আজ রেকর্ড গড়ে সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজের বিপক্ষে। ১৭০ বলে ৫০ চার ও ২২ ছক্কায় করে ৪০৪ রান। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকে। তার রেকর্ডের দিনে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান করেছে ক্যামব্রিয়ান। এই দলেরই চার নম্বরে নামা ব্যাটার সাদ পারভেজ ১২৪ বলে ২৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছে। ৩২ চার ও ১৩ ছক্কা মেরেছে।

সেন্ট গ্রেগরির জন্য দিনটা আসলে ভুলে যাওয়ার মতোই ছিল। তারা ৮১ রান অতিরিক্ত দিয়েছে, যার মধ্যে ৬৫ রানই ওয়াইড। ৭৭১ রানের এভারেস্ট সমান লক্ষ্যে নেমে ১১.৪ ওভারে ৩২ রানেই গুটিয়ে গেছে সেন্ট গ্রেগরি। ৭৩৮ রানের বিশাল জয়ে রেকর্ড গড়া মুস্তাকিমই হয়েছে ম্যাচ-সেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত