নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ থেকে
বাংলাদেশে ফেরার একদিন গড়িয়ে গেলেও হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনা কমেনি স্নানঘাট গ্রামবাসীর। আজও সকাল থেকে বাড়ির চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকেন লোকজন। শুধুমাত্র হামজাকে এক নজর দেখার আশায়।
যদিও ঘর থেকে খুব একটা বের হননি হামজা। সকালে অল্প কিছুক্ষণের জন্য বাড়ির পাশের মাঠে গ্রামের ছেলেদের সঙ্গে ফুটবল খেলেন তিনি। দুপুরে প্রায় শ খানেক গরিব-দুঃখীকে আর্থিক সহায়তা করেন ২৭ বছর বয়সী তারকা ফুটবলার। আর্থিক সহায়তা পেয়ে খুশি মনে ফিরেছেন তাঁরা। এ কাজে হামজার সঙ্গে ছিলেন বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। সহায়তা করে হামজা বলেন, ‘তাদের পাশে দাঁড়িয়ে খুব ভালো লাগছে।’ এর আগে স্ত্রীও সন্তানদের নিয়ে বাড়ির ছাদ থেকে গ্রামবাসীর উদ্দেশে হাত নাড়ান তিনি, ‘আপনার সবাই এসেছেন আমার খুব ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো খেলতে পারি।’
২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে গতকাল দেশে পা রাখেন হামজা। সিলেটে পৌঁছেই তিনি ছুটে যান নিজের গ্রামের বাড়িতে। পরিবারের সঙ্গে পুরো দিন কাটিয়ে আজ বিকেলেই হবিগঞ্জ থেকে ঢাকায় রওনা দেবেন এই ফুটবলার। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটের ফ্লাইটে রওনা দেবেন ঢাকার উদ্দেশে। আগামীকাল জাতীয় দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করবেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনেও থাকবেন তিনি।
বাংলাদেশে ফেরার একদিন গড়িয়ে গেলেও হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনা কমেনি স্নানঘাট গ্রামবাসীর। আজও সকাল থেকে বাড়ির চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকেন লোকজন। শুধুমাত্র হামজাকে এক নজর দেখার আশায়।
যদিও ঘর থেকে খুব একটা বের হননি হামজা। সকালে অল্প কিছুক্ষণের জন্য বাড়ির পাশের মাঠে গ্রামের ছেলেদের সঙ্গে ফুটবল খেলেন তিনি। দুপুরে প্রায় শ খানেক গরিব-দুঃখীকে আর্থিক সহায়তা করেন ২৭ বছর বয়সী তারকা ফুটবলার। আর্থিক সহায়তা পেয়ে খুশি মনে ফিরেছেন তাঁরা। এ কাজে হামজার সঙ্গে ছিলেন বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। সহায়তা করে হামজা বলেন, ‘তাদের পাশে দাঁড়িয়ে খুব ভালো লাগছে।’ এর আগে স্ত্রীও সন্তানদের নিয়ে বাড়ির ছাদ থেকে গ্রামবাসীর উদ্দেশে হাত নাড়ান তিনি, ‘আপনার সবাই এসেছেন আমার খুব ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো খেলতে পারি।’
২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে গতকাল দেশে পা রাখেন হামজা। সিলেটে পৌঁছেই তিনি ছুটে যান নিজের গ্রামের বাড়িতে। পরিবারের সঙ্গে পুরো দিন কাটিয়ে আজ বিকেলেই হবিগঞ্জ থেকে ঢাকায় রওনা দেবেন এই ফুটবলার। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটের ফ্লাইটে রওনা দেবেন ঢাকার উদ্দেশে। আগামীকাল জাতীয় দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করবেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনেও থাকবেন তিনি।
২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ফুটবল খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ফুটবল দল আগামীকাল রওনা দেবে শিলংয়ের উদ্দেশ্যে। তার আগে আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করল বাফুফে। বাংলাদেশের হয়ে ৮ নম্বর জার্সিতে ছবিও তুলেছেন হামজা।
১ ঘণ্টা আগেভারত ম্যাচের আগে আলোচনা জন্ম দিয়েছে ফাহামিদুল ইসলামের বাদ পড়া। ইতালিপ্রবাসী এই ফুটবলার সৌদি আরবে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও তাঁকে চূড়ান্ত দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। সিন্ডিকেটের কারণে ফাহামিদুল বাদ পড়েছেন, এমন দাবি তোলেন সমর্থকেরা। বাফুফেতে সিন্ডিকেটের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী
১ ঘণ্টা আগেফাহামিদুল ইসলামের ভিডিও ফুটেজ দেখে বেশ মুগ্ধই হয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ফাহামিদুলকে তাই রাখা হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও। কিন্তু সৌদি আরবে ক্যাম্পের পর দেখা গেল ভিন্ন চিত্র। দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহামিদুল।
২ ঘণ্টা আগেজামাল ভূঁইয়া কথাটি বলতেই গোটা সংবাদ সম্মেলনে হাসির রোল উঠল। কেউ কেউ তালিও বাজালেন। এতেই বোঝা যায়, বাংলাদেশ অধিনায়কের সঙ্গে দ্বিমত নেই কারোরই।
২ ঘণ্টা আগে