হোম > খেলা > ক্রিকেট

শাকিব যদি প্রস্তাব দেন তাসকিন কি সিনেমা করবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন তাসকিন। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খানের থেকে যদি নায়ক হওয়ার প্রস্তাব পান, তাহলে কী করবেন তাসকিন আহমেদ? ঢাকায় আজ এক অনুষ্ঠানে সেরকমই এক প্রস্তাব পেয়েছেন তাসকিন।

রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আজ ‘রিমার্ক হারলান’-এর জমকালো এক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা শাকিবের এই অনুষ্ঠানে গেছেন তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমের মতো তারকা ক্রিকেটাররা। সদা হাস্যোজ্জ্বল তাসকিন মাঝে মাঝে সানগ্লাস পরে নায়কের মতো লুক দেন বলে তাঁর সিনেমায় অভিনয় করার প্রসঙ্গ এসেছে। ২৯ বছর বয়সী বাংলাদেশের এই পেসার তখন বলেছেন শাকিবের নাম। তাসকিন বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এস।’

রিমার্ক হারলানের অনুষ্ঠানে ছিল অসংখ্য মানুষের ভিড়। এই অনুষ্ঠানে ক্যামেরার লেন্স ঘিরে ধরেছিল শাকিব, তাসকিন, তানজিদ তামিমদের। তাসকিনের মতো তানজিদ তামিমও মঞ্চে উঠে কথা বলেছেন। শাকিব খানের সামনেই তাঁকে (শাকিব) দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ তামিম। একই সঙ্গে রিমার্ক হারলান যেন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

এ বছরের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রেকর্ড গড়া এই বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। রিমার্ক হারলানের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।

হামজার রাজসিক আগমন

পাকিস্তানের ৩৭৭ কোটি টাকা ক্ষতির ‘ধাক্কা’ সামলাচ্ছেন ক্রিকেটাররা

বাজে হারের পর আইসিসির কড়া শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশে কত নম্বর জার্সি পরে খেলতে চান হামজা

মুশফিকরাও স্বাগত জানালেন হামজাকে

‘আমার শুদ্ধ ভাষা বেশি ভালা না, খুব বেশি বাংলা গান হুনছি না’

হামজার চোখে সাকিব আল হাসান মেগাস্টার

অফ ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত, সাংবাদিকদের কী অনুরোধ করেছেন

আইপিএলের কারণে প্রোটিয়া ক্রিকেটারের শাস্তিতে খুশি সাবেক পাকিস্তানি ক্রিকেটার

চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংয়ের তালিকায় তাসকিনকে রেখেছে আইসিসি