বুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে গত শনিবার গোল করেছেন হ্যারি কেইন। তাঁর এবং লে রয় সানের জোড়া গোলের সুবাদে বায়ার্ন ম্যাচটি জেতে ৩-২ গোলে। এই ম্যাচে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেইন, আর সে কীর্তিতে বায়ার্নের ইংলিশ এই স্ট্রাইকার পাশে বসে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।
সে কীর্তিটি কি? বুন্দেসলিগায় মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষে গোল করা। চলতি বুন্দেসলিগায় ২২ গোল করা কেইন প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া ১৯ দলের বিপক্ষে গোল করার চক্র পূরণ করেন সেন্ট পাউলির বিপক্ষে গোল দিয়ে। বুন্দেসলিগায় এর চেয়ে বেশি ২৮ দলের মুখোমুখি হয়ে সব প্রতিপক্ষের বিপক্ষে গোল করার রেকর্ড মিরোস্লাভ ক্লোসার।
ইংলিশ প্রিমিয়ার লিগেও মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষেও গোল করার রেকর্ড কেইনের। ইংলিশ প্রিমিয়ার ৩২টি দলের বিপক্ষে খেলেছেন তিনি, গোল করেছেন সবার বিপক্ষেই।
২০২৩ সালের আগস্টে ইংলিশ প্রিমিয়ারের দল টটেনহাম হটস্পার ছেড়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমান কেইন। এরপর দলটির হয়ে বুন্দেসলিগায় ৫৭টি ম্যাচ খেলেন তিনি। গোল করেছেন ৫৮ টি। বিবিসি বলছে, এই সময়ে এত বেশি গোল বিশ্বের আর কোনো স্ট্রাইকারই করতে পারেননি। ৪৯টি গোল নিয়ে কেইনের কাছাকাছি আছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। এই সময়ে এমবাপ্পে ম্যাচ খেলেছেন ৫৬ টি।