ক্রীড়া ডেস্ক
সৌদি প্রো লিগে শিরোপা লড়াইয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে আল নাসর। টিকে থাকতে চেষ্টা করে যাচ্ছে তারা। তবে সবটুকু নিংড়ে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত রাতে আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। দলকে জেতাতে জোড়া গোল করেছেন রোনালদো।
পয়েন্ট টেবিলে এখন আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে। তারা খেলেছে ২৬ ম্যাচ। তবে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দলটি। শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। তাদের সঙ্গে আল নাসরের ব্যবধান ৭ পয়েন্ট। ইত্তিহাদ অবশ্য ম্যাচও একটি কম খেলেছে।
বিরতির আগে আল নাসরকে এগিয়ে নেন আলী আল হাসান। বিরতির দুই মিনিট বাদে স্কোর ২-০ করেন রোনালদো। সাদিও মানের পাস থেকে গোল করেছেন পর্তুগিজ তারকা।
বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করে। তাদের পায়ে বল দখল ছিল বেশি সময়। তাতে সাফল্যও আসে ৬২ মিনিটে। হেডে জাল কাঁপান আলি আল বুলাইহি। তাতেও অবশ্য লাভ হয়নি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন রোনালদো। বদলি মুওতেব আল হারবি হ্যান্ডবল করলে ভার রিভিউতে স্পটকিক পায় আল নাসর।
পেশাদার ফুটবলে রোনালদোর হলো ৯৩১তম গোল। তবে ম্যাচ শেষে রোনালদো জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনে মনোযোগ দেন না তিনি। দলীয় সাফল্যই তাঁর কাছে আসল। পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দলীয় প্রচেষ্টার। আমার গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সৌদি প্রো লিগে ও (এএফসি) চ্যাম্পিয়নস লিগে দলকে সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমি, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না।’
সৌদি প্রো লিগে শিরোপা লড়াইয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে আল নাসর। টিকে থাকতে চেষ্টা করে যাচ্ছে তারা। তবে সবটুকু নিংড়ে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত রাতে আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। দলকে জেতাতে জোড়া গোল করেছেন রোনালদো।
পয়েন্ট টেবিলে এখন আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে। তারা খেলেছে ২৬ ম্যাচ। তবে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দলটি। শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। তাদের সঙ্গে আল নাসরের ব্যবধান ৭ পয়েন্ট। ইত্তিহাদ অবশ্য ম্যাচও একটি কম খেলেছে।
বিরতির আগে আল নাসরকে এগিয়ে নেন আলী আল হাসান। বিরতির দুই মিনিট বাদে স্কোর ২-০ করেন রোনালদো। সাদিও মানের পাস থেকে গোল করেছেন পর্তুগিজ তারকা।
বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করে। তাদের পায়ে বল দখল ছিল বেশি সময়। তাতে সাফল্যও আসে ৬২ মিনিটে। হেডে জাল কাঁপান আলি আল বুলাইহি। তাতেও অবশ্য লাভ হয়নি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন রোনালদো। বদলি মুওতেব আল হারবি হ্যান্ডবল করলে ভার রিভিউতে স্পটকিক পায় আল নাসর।
পেশাদার ফুটবলে রোনালদোর হলো ৯৩১তম গোল। তবে ম্যাচ শেষে রোনালদো জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনে মনোযোগ দেন না তিনি। দলীয় সাফল্যই তাঁর কাছে আসল। পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দলীয় প্রচেষ্টার। আমার গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সৌদি প্রো লিগে ও (এএফসি) চ্যাম্পিয়নস লিগে দলকে সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমি, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না।’
১২ বছর পর শৈশবের ক্লাব সান্তোসে নেইমার ফিরেছেন এ বছরের শুরুতে। জানুয়ারির শেষ সপ্তাহে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করা হয়। আর নেইমারের শৈশবের ক্লাবে ফেরার দুই মাস পরই বরখাস্ত হয়েছেন তাঁদের প্রধান কোচ পেদ্রো কাইজিনহা।
৩৪ মিনিট আগেক্রিকেটের অনেক নিয়ম প্রায় সময়ই বদলে ফেলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কোনো নিয়ম কয়েক বছর ধরে চলার পর বোর্ড সদস্যদের মাথায় সেটা পরিবর্তনের চিন্তা কাজ করে। এবার ক্রিকেটের একটি নিয়মে আইসিসি পরিবর্তন আনতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেস্তন ক্যানসারের সঙ্গে অ্যালেক স্টুয়ার্টের স্ত্রী লিন স্টুয়ার্ট লড়ছিলেন ১২ বছর ধরে। অবশেষে জিতে গেল মৃত্যু। দীর্ঘ এক যুগের লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন ইংলিশ কিংবদন্তি ক্রিকেটারের স্ত্রী।
১২ ঘণ্টা আগেলিওনেল মেসির অবস্থা এই ভালো তো এই খারাপ। গোল করে কখনো দলকে বাঁচান হারের মুখ থেকে। আবার কোনো কোনো ম্যাচে বারবার চেষ্টা করেও গোলের দেখা পান না আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসির জন্য গত রাতটা ছিল এমনই।
১৩ ঘণ্টা আগে