ক্রীড়া ডেস্ক
সবশেষ ১০ দেখায় অক্সফোর্ড ইউনাইটেডের জয় কেবল একটিতে। তাই পরিষ্কার ফেবারিট হিসেবেই খেলতে নামে শেফিল্ড ইউনাইটেড। এ ম্যাচে জয় পেলেই শীর্ষে উঠে যেত তারা। বার্নলির সঙ্গে দুরত্ব থাকত দুই পয়েন্টের। কিন্তু শেষ পর্যন্ত অঘটনেরই শিকার হলেন হামজা চৌধুরীরা। অক্সফোর্ডের কাছে ১-০ গোলে হেরে তাই ওঠা হয়নি শীর্ষস্থানেও।
আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে গত ম্যাচে দারুণ খেলেছিলেন হামজা। কিন্তু আজ ছন্দ খুব একটা ধরে রাখতে পারেননি তিনি। শুরুর একাদশে জায়গা পেয়ে প্রথমার্ধে ব্লক-ক্লিয়ারেন্স করতে দেখা যায় তাঁকে। দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে জোরালো একটি শটও নেন তিনি। কিন্তু তা আটকে দেন অক্সফোর্ডের ফুটবলাররা। এরপর বেশিক্ষণ খেলতে পারেননি হামজা। ম্যাচের ৫৮ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নিয়ে ভিনিসিউস সুজাকে নামান শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। সুজা অবশ্য হামজাকে ছাপিয়ে যেতে পারেননি। এড়াতে পারেননি হারও।
কাসাম স্টেডিয়ামে ৩৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সিরিকি দেম্বেলে। এই হারে ৪০ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগের দুইয়ে আছে শেফিল্ড। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্নলি। ৪০ ম্যাচে ৪৫ পাওয়া অক্সফোর্ড রয়েছে টেবিলের ১৮ তে।
সবশেষ ১০ দেখায় অক্সফোর্ড ইউনাইটেডের জয় কেবল একটিতে। তাই পরিষ্কার ফেবারিট হিসেবেই খেলতে নামে শেফিল্ড ইউনাইটেড। এ ম্যাচে জয় পেলেই শীর্ষে উঠে যেত তারা। বার্নলির সঙ্গে দুরত্ব থাকত দুই পয়েন্টের। কিন্তু শেষ পর্যন্ত অঘটনেরই শিকার হলেন হামজা চৌধুরীরা। অক্সফোর্ডের কাছে ১-০ গোলে হেরে তাই ওঠা হয়নি শীর্ষস্থানেও।
আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে গত ম্যাচে দারুণ খেলেছিলেন হামজা। কিন্তু আজ ছন্দ খুব একটা ধরে রাখতে পারেননি তিনি। শুরুর একাদশে জায়গা পেয়ে প্রথমার্ধে ব্লক-ক্লিয়ারেন্স করতে দেখা যায় তাঁকে। দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে জোরালো একটি শটও নেন তিনি। কিন্তু তা আটকে দেন অক্সফোর্ডের ফুটবলাররা। এরপর বেশিক্ষণ খেলতে পারেননি হামজা। ম্যাচের ৫৮ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নিয়ে ভিনিসিউস সুজাকে নামান শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। সুজা অবশ্য হামজাকে ছাপিয়ে যেতে পারেননি। এড়াতে পারেননি হারও।
কাসাম স্টেডিয়ামে ৩৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সিরিকি দেম্বেলে। এই হারে ৪০ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগের দুইয়ে আছে শেফিল্ড। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্নলি। ৪০ ম্যাচে ৪৫ পাওয়া অক্সফোর্ড রয়েছে টেবিলের ১৮ তে।
১২ বছর পর শৈশবের ক্লাব সান্তোসে নেইমার ফিরেছেন এ বছরের শুরুতে। জানুয়ারির শেষ সপ্তাহে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করা হয়। আর নেইমারের শৈশবের ক্লাবে ফেরার দুই মাস পরই বরখাস্ত হয়েছেন তাঁদের প্রধান কোচ পেদ্রো কাইজিনহা।
৩৪ মিনিট আগেক্রিকেটের অনেক নিয়ম প্রায় সময়ই বদলে ফেলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কোনো নিয়ম কয়েক বছর ধরে চলার পর বোর্ড সদস্যদের মাথায় সেটা পরিবর্তনের চিন্তা কাজ করে। এবার ক্রিকেটের একটি নিয়মে আইসিসি পরিবর্তন আনতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেস্তন ক্যানসারের সঙ্গে অ্যালেক স্টুয়ার্টের স্ত্রী লিন স্টুয়ার্ট লড়ছিলেন ১২ বছর ধরে। অবশেষে জিতে গেল মৃত্যু। দীর্ঘ এক যুগের লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন ইংলিশ কিংবদন্তি ক্রিকেটারের স্ত্রী।
১২ ঘণ্টা আগেলিওনেল মেসির অবস্থা এই ভালো তো এই খারাপ। গোল করে কখনো দলকে বাঁচান হারের মুখ থেকে। আবার কোনো কোনো ম্যাচে বারবার চেষ্টা করেও গোলের দেখা পান না আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসির জন্য গত রাতটা ছিল এমনই।
১৩ ঘণ্টা আগে