Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

আইসিসির নিষিদ্ধ নিয়মটাই ফিরছে আইপিএলে

ক্রীড়া ডেস্ক    

আইসিসির নিষিদ্ধ নিয়মটাই ফিরছে আইপিএলে
আইসিসির এক নিষিদ্ধ নিয়ম ফিরছে আইপিএলে। ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রায়ই একের পর এক নিয়ম বদল করে। যার মধ্যে একটি বলে থুতু লাগানোর নিষেধাজ্ঞা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এত দিন সেই ধারা বজায় ছিল। তবে ২০২৫ আইপিএলে বলে থুতু লাগাতে কোনো বাধা থাকছে না।

কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এই আইপিএলে বোলারদের বলে থুতু লাগাতে কোনো বাধা নেই। মুম্বাইয়ে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান কার্যালয়ে ২০২৫ আইপিএলের অধিনায়কদের সভার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকাংশ অধিনায়কই বলে থুতু লাগানো নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কথা বলেছেন দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে।

আইপিএলে বলে থুতু লাগানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন গণমাধ্যমে নিশ্চিত করেছে বিসিসিআইও। বার্তা সংস্থা পিটিআইকে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘থুতু লাগানোর নিয়ম তুলে দেওয়া হয়েছে। অধিনায়ক ক্রিকেটারই এটার পক্ষে ছিল। পুনরায় সেটা চালু করার ব্যাপারে বিভিন্ন মতামত ছিল। তবে অনেকেই এটাকে সমর্থন দিয়েছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর্যন্ত বলে থুতু ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ২০২০ সালের মে মাসে থুতু লাগিয়ে বল মসৃণ করা সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। পরবর্তীতে ক্রিকেটের অভিভাবক সংস্থা ২০২২-এর সেপ্টেম্বরে স্থায়ীভাবে বলে থুতু লাগানো নিষিদ্ধ করে। ২০২৫ আইপিএলে আইসিসির নিষিদ্ধ নিয়ম যেহেতু ফিরছে, তাতে পেসারদের রিভার্স সুইয়ে অসুবিধা হবে না।

বলে থুতু দিলে রিভার্স সুইং করাটা পেসারদের জন্য অনেক সহজ হয় বলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময় বলেছিলেন মোহাম্মদ শামি। আইসিসির নিয়মটা বদলানোর আবেদন করেছিলেন ভারতীয় এই পেসার। সদ্য সমাপ্ত আইসিসির এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ৫ ম্যাচে ৫.৬৮ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছিলেন শামি।

হামজাকে আটকাতে যে ‘অস্ত্র’ প্রস্তুত রাখছে ভারত

সাকিব আবারও জুয়ার কোম্পানির বিজ্ঞাপনে

রাকিবের ব্যাটে পারটেক্সের নাটকীয় জয়

কিশোরগঞ্জকে দুই হালি গোল দিয়ে বিকেএসপির শিরোপা

কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান আর নেই

২৩ কোটির খেলোয়াড় রেখে কলকাতার দেড় কোটির অধিনায়ক

সাফজয়ী ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধার অভিযোগ

আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে বড় দুঃসংবাদ ব্রাজিল দলে

আইপিএলে আজ দেখা হচ্ছে কোহলি-রাসেলদের, খেলা দেখবেন কোথায়