Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

মোহামেডানকে জিতিয়েই তামিমকে দেখতে হাসপাতালে ছুটলেন মুশফিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোহামেডানকে জিতিয়েই তামিমকে দেখতে হাসপাতালে ছুটলেন মুশফিকরা
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ টস করেছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি

মোহামেডানের জয়টা উপভোগ করা হলো না তামিম ইকবালের। পারবেন কী করে। টসের সময় সুস্থ তামিম হঠাৎই হাসপাতালে ভর্তি হয়েছেন। মোহামেডানের জয়ের পর তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন সতীর্থরা।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে আজ তামিমের নেতৃত্বাধীন মোহামেডান জিতেছে ৭ উইকেটে। জয়ের পরই মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। বিকেএসপির কাছাকাছি এই হাসপাতালেই ভর্তি করা হয়েছে তামিমকে। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার এখন ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছে। তাঁর হার্টে রিং পরানো হয়েছে। ব্লক দূর হলেও জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান।

বিকেএসপির চার নম্বর মাঠে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে ৩৪ রানে জয় পায় প্রাইম ব্যাংক। দলের দুই ব্যাটার সাব্বির (১০২) ও ইরফান শুক্কুর (১০৭) শতক হাঁকান। অগ্রণীর হয়ে ইমরুল কায়েস ১১৬ রানের ইনিংস খেললেও দলটি হারায়।

মিরপুরে আবাহনী ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে পরাজিত করেছে। ২০১ রানের লক্ষ্য সফলভাবে পাড়ি দিয়ে পারভেজ হোসেন ইমনের ১২৪ রানের সেঞ্চুরি ছিল দলের জয়সূচক। ধানমন্ডির হয়ে ফজলে রাব্বি সর্বোচ্চ ৮৭ রান করেন। আবাহনীর জয়ে পেসার নাহিদ রানা ও রাকিবুল হাসান চারটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-মোহামেডান। ম্যাচ শুরুর আগে শাইনপুকুর অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করেছেন মোহামেডান অধিনায়ক তামিম। টস জিতে শাইনপুকুর নিয়েছে ব্যাটিং। ফিল্ডিংয়ের সময়ই হঠাৎ বুকে ব্যথায় তামিম অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার মতো অবস্থায় ছিলেন না এই বাঁহাতি ব্যাটার।

সব মিলিয়ে ডিপিএলে আজ পাঁচ সেঞ্চুরি হয়েছে। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাটিং নেওয়া শাইনপুকুর ৪৯.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয়েছে। জবাবে ৪২.২ ওভারে ৩ উইকেটে ২২৭ রান করেছে মোহামেডান। ৪২ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করেছেন। ওপেনার রনি তালুকদার করেন ৬১ রান। শাইনপুকুরের হয়ে রায়ান রাফসান ৭৭ রান করেন এবং মোহামেডানের বোলার তাইজুল ইসলাম ৩ উইকেট নেন। মোহামেডান তাদের জয় তামিমকে উৎসর্গ করেছে।

বিকেএসপির চার নম্বর মাঠে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক জেতে ৩৪ রানে। প্রাইম ব্যাংকের দুই ব্যাটার সাব্বির (১০২) ও ইরফান শুক্কুর (১০৭) সেঞ্চুরি করেছেন। আর অগ্রণীর ইমরুল সেঞ্চুরি করলেও সেটা কাজে আসেনি।

দিনের অপর ম্যাচে মিরপুরে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। ২০২ রানের লক্ষ্য তাড়া করে আবাহনী জিতেছে ৬৪ বল হাতে রেখে ৫ উইকেটে। ১৩৩ বলে ১২৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আবাহনী ওপেনার পারভেজ হোসেন ইমন। ধানমন্ডির ফজলে রাব্বি সর্বোচ্চ ৮৭ রান করেন। আবাহনীর নাহিদ রানা, রাকিবুল হাসান নিয়েছেন চারটি করে উইকেট।

আরও তিন বছর ক্রিকেট খেলতে চান তেতাল্লিশ ছুঁই ছুঁই অ্যান্ডারসন

যে কীর্তিতে মিরোস্লাভ ক্লোসার পাশে হ্যারি কেইন

সাত সপ্তাহ মাঠের বাইরে হালান্ড

টাইগার উডস প্রেমিকা খুঁজে পাওয়ায় খুশি ডোনাল্ড ট্রাম্প

ইন্টার মায়ামিতে মেসির দেহরক্ষী নিষিদ্ধ

অনেক কষ্টে ‘লোভ’ সামলেছেন নেইমার

রাগবি বিশ্বকাপেরও আয়োজক হতে চায় সৌদি আরব

নামের জোরেই আইপিএলে টিকে আছেন রোহিত, দাবি ভনের

এক সপ্তাহ পর মাঠে নামছে পাঞ্জাব, খেলা দেখবেন কোথায়

আইপিএল অভিষেকে রেকর্ড গড়া ভারতীয় তরুণ ক্রিকেটারের গল্পটা তবে এই