হোম > খেলা > ফুটবল

মেসি-রোনালদোর একসঙ্গে মায়ামিতে খেলা তাহলে হচ্ছে না

ক্রীড়া ডেস্ক    

মেসি-রোনালদোর একসঙ্গে ইন্টার মায়ামিতে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ছবি: এএফপি

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোপ পর্ব শেষ হয়েছে অনেক দিন আগে। তবে ‘কে সেরা’—এটা নিয়ে এই দুই কিংবদন্তির ভক্ত-সমর্থকদের মধ্যে কথার লড়াই জমে ওঠে। দুই জনের দ্বৈরথ দেখতে অনেকেই মুখিয়ে থাকেন। যদি রোনালদো, মেসি এক দলে খেলেন, তাহলে সেটা তো স্বপ্নের মতো!

এ বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টে মেসি-রোনালদোর একই দলে খেলার গুঞ্জন চাউর হয়েছিল কদিন আগে। তবে ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এমনটা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রোমানো বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিও মেসির ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামিতে স্বল্পমেয়াদী চুক্তিতে এক সঙ্গে খেলার প্রতিবেদন বের হয়েছে। এ ধরনের গল্পগুলোতে সত্যিই কিছু নেই।’

🚨❌ Reports of Cristiano Ronaldo and Leo Messi to play together at Inter Miami for Club World Cup on short term deal are wide of mark.

There’s absolutely nothing into those stories. pic.twitter.com/RSCZANvwqq

— Fabrizio Romano (@FabrizioRomano) March 28, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

আড়াই বছরের চুক্তিতে ২০২৩ সালের জানুয়ারিতে রোনালদো এসেছেন আল নাসরে। সে অনুযায়ী ২০২৪-২৫ মৌসুম শেষ হতেই সৌদি ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি শেষ। আল নাসরের সঙ্গে যেহেতু এখনো চুক্তি স্বাক্ষরিত হয়নি, তাই কদিন আগে শোনা যায় স্বল্পমেয়াদী চুক্তিতে রোনালদো ইন্টার মায়ামিতে আসতে পারেন।

এ বছরের ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, পর্তুগিজ তারকা সৌদি ক্লাবটিতে আরও এক বছর থাকতে রাজি হয়েছেন। নতুন চুক্তিটি ২০২৬-এর জুন পর্যন্ত থাকবে। আল নাসরের এক কর্মকর্তা এএফপিকে বলেছিলেন, ‘রোনালদোর চুক্তি বাড়ানোর ব্যাপারে দল রাজি হয়েছে। তবে চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। কদিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে।’

স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস—ইউরোপের এই চার ক্লাবে রোনালদো অনেক শিরোপা জিতেছেন ও একগাদা রেকর্ড করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন দুই দফায়। ২০২৩-এর জানুয়ারি ম্যান ইউনাইটেড থেকেই রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি আরবের আল নাসরে। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল মিলে পেশাদার ক্যারিয়ারে সব মিলিয়ে এখন পর্যন্ত পর্তুগিজ ফরোয়ার্ড করেছেন ৯২৯ গোল। আর মেসি প্রায় দুই দশক বার্সেলোনায় কাটানোর পর ২০২১ সালে চলে যান প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। দুই বছর পিএসজিতে থাকার পর ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে চলে যান মেসি। মায়ামির হয়ে দুটি শিরোপা জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

দর্শকদের মারতে যাওয়া পাকিস্তানি ক্রিকেটারের ঘটনায় মুখ খুলল পিসিবি

শান্ত-হৃদয়দের খেলাতে বিসিবিকে চিঠি

অঘটনের শিকার হলেন হামজারা

তামিমের জায়গায় যেভাবে মোহামেডান সামলাবেন হৃদয়

‘লিটনকে আগে দলে জায়গা পেতে হবে, তারপর অধিনায়কত্ব’

উন্নত চিকিৎসা করাতে সোমবার সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

মেজাজ হারিয়ে দর্শকদের মারতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

এই মৌসুমই বায়ার্নে শেষ মুলারের

৩ রানের জন্য ইতিহাস গড়া হলো না পাকিস্তান-নিউজিল্যান্ডের

পাকিস্তানকে ধবলধোলাই করেই ছাড়ল নিউজিল্যান্ড