ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের মাঠের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বাজে পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য ঘটনাতেও পাকিস্তানকে নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল হারের পর দর্শকদের মারতে যান পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। তাতে নিন্দা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মাউন্ট মঙ্গানুইয়ে ৪৩ রানে হেরে যাওয়া পাকিস্তান দলকে নিয়ে কটাক্ষ করতে থাকেন তিন দর্শক। খুশদিল এই ঘটনায় মেজাজ ধরে রাখতে না পেরে দর্শকদের দিকে তেড়ে যান। দর্শকদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারের বাদানুবাদের ঘটনায় পাকিস্তান দলের ম্যানেজমেন্টের এক ব্যক্তি বলেছেন, ‘বিদেশি দর্শকেরা যে জাতীয় দলের ক্রিকেটারদের লক্ষ্য করে বাজে ভাষা ব্যবহার করেছে, পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজমেন্ট তাতে তীব্র নিন্দা জানাচ্ছে।’
খুশদিল থামতে বললেও দর্শকেরা তাতে কান না দিয়ে লাগাতার মন্তব্য করে গেছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পাকিস্তানি ক্রিকেটার আক্রমণাত্মক হয়েছেন বলে পিসিবি মনে করছে। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘আজ (গতকাল) ম্যাচ চলার সময়, বিদেশি দর্শকেরা মাঠে থাকা ক্রিকেটারদের লক্ষ্য করে অযাচিত মন্তব্য করেছেন। যখন পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল, খুশদিল শাহ এগিয়ে যায় এবং দর্শকদের বিরত থাকতে বলেছেন। উত্তরে আফগান সমর্থকেরা পাশতো ভাষায় আরও বাজে মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করেছেন। পাকিস্তান দলের অভিযোগের প্রেক্ষিতে স্টেডিয়াম কর্মকর্তারা হস্তক্ষেপ করেছেন ও ঝামেলা সৃষ্টি করা দুই দর্শককে মাঠ থেকে বহিষ্কার করেছেন।’
মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটা ছিল পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। মাঠের আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪২ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৪২ ওভারে করেছে ৮ উইকেটে ২৬৪ রান। তবে বরাবরের মতো ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তান পারেনি ধবলধোলাই এড়াতে। ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। ৪০ বলে করেছেন ৫৯ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন কিউই পেসার বেন সিয়ার্স। টানা দুই ওয়ানডেতে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
খুশদিল গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ পাননি। আর পাকিস্তান ধবলধোলাই হওয়ার পর দর্শকদের কটাক্ষ তাঁর মেজাজ অনেক বিগড়ে দিয়েছে। নিরাপত্তাকর্মী তাঁকে না আটকালে হয়তো হাতাহাতিই হয়ে যেত। তখন খুশদিলের পাশেই ছিলেন বাবর আজম ও ফাহিম আশরাফ। নিউজিল্যান্ড সফরে খুশদিলের মেজাজ হারানোর ঘটনা এটাই প্রথম নয়। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউই পেসার জাকারি ফুকসের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন তিনি। তাঁকে তখন ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের মাঠের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বাজে পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য ঘটনাতেও পাকিস্তানকে নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল হারের পর দর্শকদের মারতে যান পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। তাতে নিন্দা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মাউন্ট মঙ্গানুইয়ে ৪৩ রানে হেরে যাওয়া পাকিস্তান দলকে নিয়ে কটাক্ষ করতে থাকেন তিন দর্শক। খুশদিল এই ঘটনায় মেজাজ ধরে রাখতে না পেরে দর্শকদের দিকে তেড়ে যান। দর্শকদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারের বাদানুবাদের ঘটনায় পাকিস্তান দলের ম্যানেজমেন্টের এক ব্যক্তি বলেছেন, ‘বিদেশি দর্শকেরা যে জাতীয় দলের ক্রিকেটারদের লক্ষ্য করে বাজে ভাষা ব্যবহার করেছে, পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজমেন্ট তাতে তীব্র নিন্দা জানাচ্ছে।’
খুশদিল থামতে বললেও দর্শকেরা তাতে কান না দিয়ে লাগাতার মন্তব্য করে গেছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পাকিস্তানি ক্রিকেটার আক্রমণাত্মক হয়েছেন বলে পিসিবি মনে করছে। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘আজ (গতকাল) ম্যাচ চলার সময়, বিদেশি দর্শকেরা মাঠে থাকা ক্রিকেটারদের লক্ষ্য করে অযাচিত মন্তব্য করেছেন। যখন পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল, খুশদিল শাহ এগিয়ে যায় এবং দর্শকদের বিরত থাকতে বলেছেন। উত্তরে আফগান সমর্থকেরা পাশতো ভাষায় আরও বাজে মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করেছেন। পাকিস্তান দলের অভিযোগের প্রেক্ষিতে স্টেডিয়াম কর্মকর্তারা হস্তক্ষেপ করেছেন ও ঝামেলা সৃষ্টি করা দুই দর্শককে মাঠ থেকে বহিষ্কার করেছেন।’
মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটা ছিল পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। মাঠের আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪২ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৪২ ওভারে করেছে ৮ উইকেটে ২৬৪ রান। তবে বরাবরের মতো ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তান পারেনি ধবলধোলাই এড়াতে। ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। ৪০ বলে করেছেন ৫৯ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন কিউই পেসার বেন সিয়ার্স। টানা দুই ওয়ানডেতে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
খুশদিল গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ পাননি। আর পাকিস্তান ধবলধোলাই হওয়ার পর দর্শকদের কটাক্ষ তাঁর মেজাজ অনেক বিগড়ে দিয়েছে। নিরাপত্তাকর্মী তাঁকে না আটকালে হয়তো হাতাহাতিই হয়ে যেত। তখন খুশদিলের পাশেই ছিলেন বাবর আজম ও ফাহিম আশরাফ। নিউজিল্যান্ড সফরে খুশদিলের মেজাজ হারানোর ঘটনা এটাই প্রথম নয়। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউই পেসার জাকারি ফুকসের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন তিনি। তাঁকে তখন ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
৩ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
৪ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
৪ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
৫ ঘণ্টা আগে