চেন্নাইয়ের লাল মাটির পিচে সুবিধা করতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। প্রথম দুই ইনিংসে বাংলাদেশ ও ভারত—দুই দলের পেসাররা ভালো করলেও শেষ ইনিংসে আধিপত্য ছিল ভারতীয় স্পিনারদের। চেন্নাই টেস্টে ভারতের পেসাররা নিয়েছেন ৯ উইকেট, বাংলাদেশের পেসাররা নিয়েছেন ১১ উইকেট। কিন্তু স্পিনে ভারতীয়দের শিকার যেখানে ১১ উইকেট, সেখানে স্পিনে মাত্র ৩ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ।
চেন্নাই টেস্টে হারের দুঃস্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ দলের ভাবনায় এখন কানপুর টেস্ট। এখনকার উইকেটও কি হতাশ করবে বাংলাদেশের স্পিনারদের? ভারতীয় পত্রপত্রিকার খবর, চেন্নাইয়ের চেয়ে আলাদা হবে কানপুরের পিচ? ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কানপুর টেস্ট কালো মাটির পিচেই হতে যাচ্ছে। সে ক্ষেত্রে পেসারদের চেয়ে স্পিনাররাই এখানে বেশি সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। গ্রিন পার্কের পিচ চেন্নাইয়ের চেয়ে অধিকতর ফ্ল্যাট হবে এবং সময় যত গড়াকে বাউন্সও তত কমে আসবে। মন্থর পিচে সময় যত গড়াবে তত বেশি টার্নও স্পিনাররা পাবেন বলে ধারণা করা হচ্ছে।
কানপুরের উইকেট বেশি ফ্ল্যাট হওয়ায় দুই দলের কৌশলেও পরিবর্তন আসতে পারে। পেসার একজন কমিয়ে বাড়তি স্পিনার নিয়ে খেলার চিন্তা করছে ভারত। এ ক্ষেত্রে চেন্নাই টেস্টে না খেলা কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেলের একজনকে ভারত বেছে নিতে পারে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে।