Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

চেন্নাইয়ে সেঞ্চুরি করে ভারতকে পথ দেখালেন চেন্নাইয়ের ছেলে

ক্রীড়া ডেস্ক

চেন্নাইয়ে সেঞ্চুরি করে ভারতকে পথ দেখালেন চেন্নাইয়ের ছেলে

প্রথম সেশনেই হাওয়া ভারতের ৩ উইকেট। ফিল্ডিংয়ে উৎকর্ষতা দেখাতে পারলে শুরুর ওই সেশনেই আরও দু-একটি উইকেট নিতে পারত বাংলাদেশ। সেটি না হলেও পরের সেশনে আরও ৩ উইকেট নিয়ে ভারতকে চাপে রাখে বাংলাদেশ। তবে তৃতীয় সেশনে বাংলাদেশ নয়, ভারত হেসেছে, আর ভারতকে হাসিয়েছে এক চেন্নাইয়ের সন্তান।

তো চেন্নাইয়ের সে সন্তানটি কে? রবিচন্দ্রন অশ্বিন। মূলত অফ স্পিনারের পরিচিতি তাঁর। ক্রিকইনফোয় তাঁর প্রোফাইলে ঢুকলেই দেখা যায়—দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার সিরিজ সেরা হওয়ার রেকর্ড তাঁর, তৃতীয় সর্বোচ্চ ৩৬ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড। তবে কখনো কখনো দলের প্রয়োজনে চওড়া হয়ে উঠে তাঁর ব্যাট। গতকাল চেন্নাইয়ে সেই ভূমিকাতেই দেখা গেল তাঁকে। রবীন্দ্র জাদেজাকে নিয়ে দিনের সবচেয়ে বড় জুটিটি গড়েছেন তিনি। ১০টি চার ও ২টি ছয়ে ১০৮ বলে রানের তিন অঙ্ক ছুঁয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপরাজিত ছিলেন ১০২ রানে।

আজকের আগে টেস্টে পাঁচটি সেঞ্চুরি আছে অশ্বিনের। তবে তাঁর মোট ছয় সেঞ্চুরির ৪টিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একটি ইংল্যান্ডের বিপক্ষে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংলিশদের বিপক্ষে গড়া সেই সেঞ্চুরিটির সঙ্গে বাংলাদেশের বিপক্ষে আজকের সেঞ্চুরিটির একটা মিলও আছে। সেই সেঞ্চুরিটিও তিনি করেছিলেন ঘরের মাঠে চেন্নাইয়ে। এবারও একই ভেন্যুতে। সেবারের সেঞ্চুরিটিও এসেছিল চাপের মুখে, দলীয় ১০০ রানের আগেই ৫ উইকেট খুইয়ে ফেলার পর। আর আজ ১০০ রানের আগে ৪ উইকেট হারানো ভারতের ত্রাতা হয়ে উঠলেন চেন্নাইয়ের ছেলে অশ্বিন।

আইসিসি থেকে চ্যাম্পিয়ন ভারত পেল প্রায় ৩০ কোটি টাকা, বাকিরা কত

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক

কেন সাংবাদিকদের গুজব ছড়াতে নিষেধ করলেন রোহিত

ট্রফি জেতার পর শামির মায়ের কদমবুচি করলেন কোহলি

তামিমের তাণ্ডবে দলের জিততে লাগল না ১০ ওভার

ফাইনালের মঞ্চে কেন আয়োজক পাকিস্তানের কেউ নেই, ক্ষোভ শোয়েবের

ঘূর্ণিমন্ত্রেই সফল ভারত

টুর্নামেন্ট-সেরা হয়ে রাচিন রবীন্দ্র বললেন, ক্রিকেট নিষ্ঠুর

নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের রেকর্ড শিরোপা

কোহলি-রোহিতকে দ্রুত হারাল ভারত, টানছেন শ্রেয়াস-অক্ষর