Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

সাকিব-লিটনকে ছেড়েই দিল কলকাতা

ক্রীড়া ডেস্ক

সাকিব-লিটনকে ছেড়েই দিল কলকাতা

এবার নতুন করে দল গোছানোর লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। তার জন্য ১২ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্জাইজিটি। সে তালিকায় আছে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। 

গত আইপিএলে সাকিবকে ১.৫০ কোটি রুপিতে ফেরায় কলকাতা। আর লিটনকে কেনে ৫০ লাখ রুপিতে। সাকিব অবশ্য দল পেলেও গত আইপিএল থেকে সরে দাঁড়ান। লিটন কলকাতার হয়ে এক ম্যাচ খেলে করেন মাত্র ৪ রান। নিয়মিত সুযোগ না পাওয়ায় তিনিও ফিরে আসেন দেশে। 

সাকিব-লিটন ছাড়াও কলকাতা ছেড়ে দিয়েছে শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস, ডেভিড ভিসে, আর্য দেশাই, নারায়ণ জগদিশান, মানদীপ সিং, কুলওয়ান্ত খেজারোলিয়া। গত আইপিএলে নিলামে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তার মধ্যে সাকিব-লিটনকে ছেড়েছে কেকেআর। পেসার মোস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ ছাড়াও দিল্লি ছেড়ে দিয়েছে পৃথ্বী শকে। রাইলি রুশো, ফিল সল্ট, সরফরাজ খান, আমান খান, রভম্যান পাওয়েলও আছেন সেই তালিকায়। 

২০২৪ আইপিএলের নিলাম হবে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে। তার আগে আজ ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা ঘোষণা শুরু করেছে। তবে এ নয় যে, ছেড়ে দেওয়ার তালিকায় থাকা খেলোয়াড়েরা পরের আইপিএলে খেলতে পারবেন না। নিলামে সুযোগ থাকছে তাঁদের দল পাওয়ার।

ঘূর্ণিমন্ত্রেই সফল ভারত

টুর্নামেন্ট-সেরা হয়ে রাচিন রবীন্দ্র বললেন, ক্রিকেট নিষ্ঠুর

নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের রেকর্ড শিরোপা

কোহলি-রোহিতকে দ্রুত হারাল ভারত, টানছেন শ্রেয়াস-অক্ষর

ঝামেলা পাকিয়ে গ্রেপ্তার লঙ্কান ক্রিকেটার

১৭৬ রান করেও মন ভরেনি নাঈম শেখের

এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন জ্যোতির শেলটেক

চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ২৫২ রান

নাঈমের বিস্ফোরক সেঞ্চুরির দিনে সেঞ্চুরি পেলেন তামিমও

চাপে নিউজিল্যান্ড, গ্যালারি থেকে ভারতকে উৎসাহ দিচ্ছেন আনুশকা