Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

দুই দিনে টেস্ট হেরে অধিনায়কত্ব হারালেন আসগর

ক্রীড়া ডেস্ক

দুই দিনে টেস্ট হেরে অধিনায়কত্ব হারালেন আসগর

ঢাকা: ২০১৯ বিশ্বকাপের পর দ্বিতীয় মেয়াদে আফগানিস্তানের অধিনায়কত্ব পেয়েছিলেন আসগর আফগান। তবে ১৫ মাসের বেশি অধিনায়কত্ব করতে পারলেন না আফগানদের প্রথম টেস্ট অধিনায়ক। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর কিছু সিদ্ধান্তে খুশি হতে পারেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সব সংস্করণের অধিনায়কত্ব থেকে তাই আসগরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে এসিবি।

আপাতত টেস্ট আর ওয়ানডের জন্য একজন অধিনায়ক বেছে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই দুই সংস্করণের জন্য টেস্ট দলের নিয়মিত মুখ হাশমতউল্লাহ শহীদিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন রহমত শাহ। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। আগের মতোই সহ-অধিনায়ক হিসেবে থাকছেন লেগ-স্পিনার রশিদ খান।

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন হাশমতউল্লাহ। আসগরের সঙ্গে গড়েন ৩০৭ রানের রেকর্ড জুটি। দুজনের দুর্দান্ত জুটিতে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করেছিল আফগানিস্তান। তবে আসগরের জন্য কাল হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটি দুই দিনেই হেরেছিল আফগানরা। আর সে ম্যাচে আসগরের নেওয়া কিছু সিদ্ধান্তই নাকি দলের হারের কারণ। এ ব্যাপারে এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত কমিটির করা এক প্রতিবেদনের ভিত্তিতেই আসগরের থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। অধিনায়ক হিসেবে আসগরের নেওয়া কিছু সিদ্ধান্তের কারণে মার্চে আবুধাবিতে হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল আফগানিস্তান।

আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে বিপদ শঙ্কা

জোড়া ডাকের পর রেকর্ড সেঞ্চুরির অনুপ্রেরণা কোথায় পেয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার

আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ দিল আবহাওয়া

জিম্বাবুয়ের নিষিদ্ধ ক্রিকেটারের অবসর ভেঙে ফেরার ইঙ্গিত

আইপিএলে তাসকিনদের সুযোগ এলে বাধা দেবে না বিসিবি

বাংলাদেশ দলে সুযোগ পেলে সেরাটা দেবেন সোহান

সোহানের সেঞ্চুরিতেও তামিমদের হারাতে পারল না ধানমন্ডি, নাঈম শেখের বিধ্বংসী সেঞ্চুরি

‘বিতর্কিত’ ঘটনার জেরে রাজ্য ক্রিকেটের ম্যানেজারকে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের তোপ

দুই ডাকের পর নাওয়াজের রেকর্ড সেঞ্চুরি, পাকিস্তানের দাপুটে জয়

নিষিদ্ধ নাসিরের অপেক্ষায় আবাহনী