উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল নিউজিল্যান্ড। আহমেদাবাদে তাণ্ডব চালিয়েছিলেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। সেই হিসেবে আজ হায়দরাবাদে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কিউইরা কী করেন সেটি ছিল দেখার বিষয়। তবে ইংল্যান্ড ম্যাচেরও মতো বড়সড় ঝড় দেখা যায়নি নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে। স্বাভাবিক ব্যাটিংয়েই ডাচদের ৩২৩ রানের বড় লক্ষ্য দিয়েছে ব্ল্যাক ক্যাপরা।
নিজেদের প্রথম ম্যাচের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ভারতের রাজিব গান্ধী স্টেডিয়ামে রানপ্রসবা উইকেটে ৬৭ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় কিউইরা। প্রথম উইকেট পেতে ১৩তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় ডাচদের। রোয়েল্ফ ফন ডার মারউইয়ের বলে বাস ডি লিডকে ক্যাচ দিয়ে ফেরেন কনওয়ে। প্রথম ম্যাচে দেড় শ' ছাড়ানো ইনিংস খেললেও এই ম্যাচে তিনি আউট হয়েছেন ৩২ রানে। দ্বিতীয় উইকেটে উইল ইয়ং ও রাচিন ৮৪ বলে ৭৭ রানের আরেকটি দারুণ জুটি গড়েন। যেটি নিউজিল্যান্ডকে বড় স্কোরের ভিতই গড়ে দিয়েছে।
নিউজিল্যান্ডের ১৪৪ রানে ইয়ংকে ফেরান পল ফন মিকেরেন। ৮০ বলে ৭০ রানের ইনিংস খেলে কিউই ব্যাটার ফেরেন ডি লিডসকে ক্যাচ দিয়ে। তিন নম্বরে নেমে আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রাচিন। এই ম্যাচেও খেলেছেন ৫১ বলে ৫১ রানের অসাধারণ এক ইনিংস।
চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ড্যারিল মিচেল করেছেন ৪৭ বলে ৪৮ রান। এরপর অন্তর্বর্তীকালীন অধিনায়ক টম লাথাম খেলেছেন ৫১ বলে ৫৩ রানের এক ইনিংস। শেষ দিকে ১৭ বলে ৩৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছেন মিচেল স্যান্টনার। যার সৌজন্যে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে আরিয়ান দত্ত, পল মিকেরেন ও মারউই দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন ডি লিডস।