Ajker Patrika

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৯: ২৪
চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন নিউজিল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছে ৩৬২ রান। ছবি: ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন নিউজিল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছে ৩৬২ রান। ছবি: ক্রিকইনফো

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটার কথা হয়তো অনেকেরই মনে আছে। রানবন্যান ম্যাচে অস্ট্রেলিয়া যে বিশ্বরেকর্ড গড়েছে, সেটা কি কেউ সহজে ভুলতে পারেন? তবে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড মাত্র ১১ দিনে ভেঙে দিল নিউজিল্যান্ড। কিউইরা বিশ্বরেকর্ডটা নিজেদের নামে লিখিয়ে নিল লাহোরেই।

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ লাহোরে খেলছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৬ উইকেটে ৩৬২ রান করেছে নিউজিল্যান্ড। এটা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে দলীয় সর্বোচ্চ ইনিংস। এই তালিকায় দুইয়ে অস্ট্রেলিয়া। লাহোরে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেই ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ৩৫৬ রান করে অস্ট্রেলিয়া। অজিরা এই রানের পাহাড় গড়ে রান তাড়া করার সময়। এই ম্যাচেই ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৫১ রান করে। যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে তৃতীয় দলীয় সর্বোচ্চ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের পাহাড় গড়ার সময় রেকর্ড বই তছনছ করেছে নিউজিল্যান্ড। এই নিয়ে কিউইদের এক ইনিংসে জোড়া সেঞ্চুরির ঘটনা ঘটল দ্বিতীয়বার। সব মিলিয়ে সেটা ষষ্ঠ। উল্লেখ্য, কিউইরা দুইবারই সেটা করেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে। এর আগে করাচিতে ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন টম ল্যাথাম (১১৮*) ও উইল ইয়াং (১০২)। আজ লাহোরে সেঞ্চুরি করেছেন কেইন উইলিয়ামসন ও রাচীন রবীন্দ্র। ৯৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রান করেন উইলিয়ামসন। ওয়ানডেতে এটা তাঁর ১৫তম সেঞ্চুরি। আর রাচীনের এটা ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ১০১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ রান করেন তিনি। তাঁর পাঁচটি সেঞ্চুরির পাঁচটিতেই আইসিসি ইভেন্টে।

চ্যাম্পিয়নস ট্রফির এক আসরে কোনো দলের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও এখন নিউজিল্যান্ডের। এবার কিউইদের থেকে সেঞ্চুরি এসেছে পাঁচটি। দুটি করেছেন রাচীন রবীন্দ্র। একবার করে তিন অঙ্ক ছুঁয়েছেন লাথাম, ইয়াং ও উইলিয়ামসন। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা করেছিলেন ৪ সেঞ্চুরি।

চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় সর্বোচ্চ পাঁচ স্কোর

স্কোর দল প্রতিপক্ষ সাল

৩৬২/৬ নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ২০২৫

৩৫৬/৫ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২০২৫

৩৫১/৮ ইংল্যান্ড অস্ট্রেলিয়া ২০২৫

৩৪৭/৪ নিউজিল্যান্ড যুক্তরাষ্ট্র ২০০৪

৩৩৮/৪ ভারত পাকিস্তান ২০১৭

চ্যাম্পিয়নস ট্রফিতে এক ইনিংসে একাধিক সেঞ্চুরি

ব্যাটার দল প্রতিপক্ষ সাল

বীরেন্দ্র শেবাগ (১২৬) ও সৌরভ গাঙ্গুলী (১১৭*) ভারত ইংল্যান্ড ২০০২

ক্রিস গেইল (১০১) ও ডোয়াইন ব্রাভো (১১২*) ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ২০০৬

শেন ওয়াটসন (১৩৬*) ও রিকি পন্টিং (১১১*) অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২০০৯

সাকিব আল হাসান (১১৪) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১০২*) বাংলাদেশ নিউজিল্যান্ড ২০১৭

টম ল্যাথাম (১১৮*) ও উইল ইয়াং (১০৭) নিউজিল্যান্ড পাকিস্তান ২০২৫

রাচীন রবীন্দ্র (১০৮) ও কেইন উইলিয়ামসন (১০২) নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির এক আসরে কোনো দলের সর্বোচ্চ সেঞ্চুরির পাঁচ রেকর্ড

সেঞ্চুরি দল সাল

৫ নিউজিল্যান্ড ২০২৫

৪ ওয়েস্ট ইন্ডিজ ২০০৬

৩ অস্ট্রেলিয়া ২০০৯

৩ নিউজিল্যান্ড ২০১৭

৩ ভারত ২০০২

*২০২৫ সালের ৫ মার্চ লাহোরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের প্রথম ইনিংস পর্যন্ত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত