Ajker Patrika

মাহমুদউল্লাহকে টপকে রোহিতের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিয়েছেন রাচীন। ছবি: ক্রিকইনফো
মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিয়েছেন রাচীন। ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেটে রাচীন রবীন্দ্রর পথচলা কেবল ৪ বছরের। এরই মধ্যে তিনি গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার জ্বলে ওঠেন বারুদের মতো।

চ্যাম্পিয়নস ট্রফিতে আজ দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৬২ রান করেছে নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাচীন করেছেন ১০১ বলে ১০৮ রান। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এই পাঁচটিই তিনি করেছেন আইসিসি ইভেন্টে। তাতে টপকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে। আইসিসির ওয়ানডে ইভেন্টে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন চারবার। যার মধ্যে তিনটিই ওয়ানডে বিশ্বকাপে এবং একটি চ্যাম্পিয়নস ট্রফিতে। আইসিসির ওয়ানডে ইভেন্টে সর্বোচ্চ ৮ সেঞ্চুরির রেকর্ড রোহিত শর্মা। ভারতীয় এই ব্যাটার ওয়ানডে বিশ্বকাপে করেছেন ৭ সেঞ্চুরি এবং চ্যাম্পিয়নস ট্রফিতে করেছেন একটি।

এ বছরের নভেম্বরে ২৬ বছর পূর্ণ করবেন রাচীন। যদি আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড, তাহলে তো আরও একটি সুযোগ পাচ্ছেন এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে। আজকের ম্যাচের জয়ী দল দুবাইয়ে রোববার ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। তাছাড়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এখন থেকে আড়াই বছর পরে। যদি ফর্ম ও ফিটনেস ধরে রাখতেন, তাহলে ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি, ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ খেলা তাঁর জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেকর্ড তো কত খেলোয়াড়ই করেছেন।

রাচীন আজ পেছনে ফেলেছেন সতীর্থ কেইন উইলিয়ামসনকে। আইসিসির ওয়ানডে ইভেন্টে উইলিয়ামসন করেন ৪ সেঞ্চুরি। আর রাচীনের সঙ্গে এলিট ক্লাবে আছেন তিলকারত্নে দিলশান, ক্রিস গেইল, হার্শেল গিবস, জো রুট, সাঈদ আনোয়ারের মতো তারকারা।

আইসিসির ওয়ানডে ইভেন্টে সর্বোচ্চ সেঞ্চুরি (ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে)

সেঞ্চুরি ক্রিকেটার

৮ রোহিত শর্মা

৭ সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার

৬ শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, ডেভিড ওয়ার্নার

৫ তিলকারত্নে দিলশান, ক্রিস গেইল, হার্শেল গিবস, রাচিন রবীন্দ্র, জো রুট, সাঈদ আনোয়ার

৪ মাহমুদউল্লাহ রিয়াদ, সনাথ জয়াসুরিয়া, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, মাহেলা জয়াবর্ধনে, উপুল থারাঙ্গা, মার্ক ওয়াহ, কেইন উইলিয়ামসন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত