Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টিতেও বাংলাদেশের একই দুশ্চিন্তা

ক্রীড়া ডেস্ক    

টি-টোয়েন্টিতেও বাংলাদেশের একই দুশ্চিন্তা
ব্যাটিং নিয়ে চিন্তার কথা বললেন জ্যোতি। ছবি: বিসিবি

সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুবর্ণ সুযোগ হারিয়ে সেন্ট কিটসে নিশ্চয়ই ভালো নেই নিগার সুলতানা জ্যোতিরা। হতাশার রেশ না কাটতে কাল ভোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে তাদের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ার্নার পার্কে সিরিজের শেষ ওয়ানডে জিতলে বিশ্বকাপের বাছাইপর্ব কিংবা হিসাব-নিকাশের কথা ভাবতে হতো না। দীর্ঘ দিন ধরে চলে আসা এক ব্যাটিং ব্যর্থতার ব্যাধিতে সব পরিকল্পনাই ব্যর্থ হয়ে গেল। টি-টোয়েন্টি সিরিজে দারুণ কিছু করে সেই হতাশা দূর করতে চায় বাংলাদেশ। কিন্তু কুড়ি ওভারেও অধিনায়ক জ্যোতি চিন্তিত সেই ‘ভঙ্গুর ব্যাটিং’ নিয়েই।

আজ বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জ্যোতির শরীরীভাষার মতো কণ্ঠেও ছিল হতাশার সুর। তবু টি-টোয়েন্টিতে ভালো কিছু করে উজ্জীবিত হতে চান তাঁরা, ‘ওয়ানডে সিরিজ নিয়ে হতাশা তো আছে। দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। সুযোগ হাতছাড়া হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। দ্বিতীয় ম্যাচ জেতার পর একটা আশা ছিল যেন সিরিজ জিততে পারি এবং বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারি। দুর্ভাগ্যবশত সেটা করতে পারিনি। তাই পুরো দলই হতাশ। এখন সামনে টি-টোয়েন্টি সিরিজ, আমাদের এখান থেকে যতটা দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে। যদি টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারি, সেটা দল হিসেবে আমাদের অনেক বেশি উজ্জীবিত করবে।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্প্রতি পারফরম্যান্স আরও বেশি নাজুক। ২০২৩ সালের ডিসেম্বরের পর এ সংস্করণে কোনো ম্যাচ জেতেনি। নিজেদের মাঠে অস্ট্রেলিয়া-ভারতের পর সবশেষ আয়ারল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে ২-১ ব্যবধানে হারলেও আগের দুই সিরিজে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে।

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি রেকর্ডও ভালো নয় বাংলাদেশের, চার ম্যাচ খেলে সবগুলোয় বড় বড় হারই দেখেছে। সঙ্গে ব্যাটিংয়ের দুরবস্থা টেনে জ্যোতি বললেন, ‘ব্যাটিং বরাবরই আমাদের ভোগাচ্ছে এবং দলের মধ্যে দৃশ্যমান সমস্যা তৈরি করছে। ক্রিকেটাররা যথেষ্ট পরিমাণ অনুশীলন করছে, সুযোগ পাচ্ছি আমরা সবাই। তবে দুর্ভাগ্যবশত সেটা ম্যাচে পারফরম্যান্সে রূপান্তরিত হচ্ছে না। এটা একটা চিন্তার বিষয়।’

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা

ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম

স্টেইনের বিশ্বাস, এক দশকের মধ্যে আফগানিস্তান ট্রফি জিতবেই

‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব তৈরি হবে’

আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে, খেলা দেখবেন কোথায়

সেমির পানির মতো সমীকরণ কি মেলাতে পারবে ‘চোকার্স’ প্রোটিয়ারা

১ পয়েন্ট আর ৩৪০ ডট বল খেলে দেশে ফিরল বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের ‘গেরো’ খুলতে চায় দক্ষিণ আফ্রিকা