ক্রীড়া ডেস্ক
বৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিশ্চিত করেছে অজিরা। সেমিফাইনালে গ্রুপের দ্বিতীয় দল কারা যাচ্ছে, সেটি জানা যাবে আজ। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সমান ৩ পয়েন্ট করে।
প্রোটিয়াদের সেমির সমীকরণ পানির মতো সহজই। সেমিফাইনালে যাওয়ার সমীকরণ থাকবে আফগানদেরও। তবে সেটি হবে ‘আকাশ-কুসুম’ সমীকরণ! ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলে এমনিতেই ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানকে যদি সেমিতে যেতে হয়, ইংলিশদের বিপক্ষে হারতেই হবে প্রোটিয়াদের। হারও যেমন তেমন নয়—আগে ব্যাটিং করলে বিশাল রান ব্যবধানে হারতে হবে। নেট রান রেটে। প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
আফগানিস্তানের নেট রান রেট -০.৯৯০, সেমির আশা প্রায় নিভু নিভু। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +২.১৪০। এ অবস্থায় আফগানিস্তান সেমির যোগ্যতা অর্জন করতে হলে দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০৭ রানে হারতে হবে ইংল্যান্ডের কাছে (যদি ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নামে)। ইংল্যান্ডকে পুরো ৫০ ওভারই ব্যাটিং করতে হবে।
দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং করলে সুযোগটা আরও বেশি থাকবে সেমিতে যাওয়ার। আফগানদের সুযোগ আছে এখানেও। এ জন্য প্রোটিয়ারা যে লক্ষ্য দেবে, সেটি খুব দ্রুত তাড়া করতে হবে ইংলিশদের। ৫০ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হলে ইংল্যান্ডকে ৫.৪ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে। ৭৫ রান হলে ৭.৬ ওভারে তাড়া করতে হবে। ১০০ রান হলে ৯.৬ ওভারে তাড়া করতে হবে। ১২৫ রান হলে ইংল্যান্ডকে ১১.৫ ওভারে তাড়া করতে হবে।
তবে দক্ষিণ আফ্রিকা এই সমীকরণ অনায়াসেই মেলানোর সামর্থ্য রাখে। কিন্তু দলটা তারা বলেই ভয়। দক্ষিণ আফ্রিকার আরেক তকমা তো ‘চোকার্স’। দারুণ ছন্দ থেকেও যেকোনো মুহূর্তে ভেঙেও পড়ার অনেক নজির রয়েছে তাদের। সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেছে সেটি।
বৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিশ্চিত করেছে অজিরা। সেমিফাইনালে গ্রুপের দ্বিতীয় দল কারা যাচ্ছে, সেটি জানা যাবে আজ। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সমান ৩ পয়েন্ট করে।
প্রোটিয়াদের সেমির সমীকরণ পানির মতো সহজই। সেমিফাইনালে যাওয়ার সমীকরণ থাকবে আফগানদেরও। তবে সেটি হবে ‘আকাশ-কুসুম’ সমীকরণ! ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলে এমনিতেই ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানকে যদি সেমিতে যেতে হয়, ইংলিশদের বিপক্ষে হারতেই হবে প্রোটিয়াদের। হারও যেমন তেমন নয়—আগে ব্যাটিং করলে বিশাল রান ব্যবধানে হারতে হবে। নেট রান রেটে। প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
আফগানিস্তানের নেট রান রেট -০.৯৯০, সেমির আশা প্রায় নিভু নিভু। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +২.১৪০। এ অবস্থায় আফগানিস্তান সেমির যোগ্যতা অর্জন করতে হলে দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০৭ রানে হারতে হবে ইংল্যান্ডের কাছে (যদি ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নামে)। ইংল্যান্ডকে পুরো ৫০ ওভারই ব্যাটিং করতে হবে।
দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং করলে সুযোগটা আরও বেশি থাকবে সেমিতে যাওয়ার। আফগানদের সুযোগ আছে এখানেও। এ জন্য প্রোটিয়ারা যে লক্ষ্য দেবে, সেটি খুব দ্রুত তাড়া করতে হবে ইংলিশদের। ৫০ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হলে ইংল্যান্ডকে ৫.৪ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে। ৭৫ রান হলে ৭.৬ ওভারে তাড়া করতে হবে। ১০০ রান হলে ৯.৬ ওভারে তাড়া করতে হবে। ১২৫ রান হলে ইংল্যান্ডকে ১১.৫ ওভারে তাড়া করতে হবে।
তবে দক্ষিণ আফ্রিকা এই সমীকরণ অনায়াসেই মেলানোর সামর্থ্য রাখে। কিন্তু দলটা তারা বলেই ভয়। দক্ষিণ আফ্রিকার আরেক তকমা তো ‘চোকার্স’। দারুণ ছন্দ থেকেও যেকোনো মুহূর্তে ভেঙেও পড়ার অনেক নজির রয়েছে তাদের। সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেছে সেটি।
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
১ ঘণ্টা আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
৭ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
৮ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
৯ ঘণ্টা আগে