ক্রীড়া ডেস্ক
জাতীয় নির্বাচক প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা আগেই দিয়েছেন হান্নান সরকার। নির্বাচক হিসেবে গতকাল ছিল তাঁর শেষ কর্ম দিবস। তবে জাতীয় দলের আগে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকও ছিলেন তিনি। লম্বা দেশের ক্রিকেট বেশ কাছ থেকে দেখেছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। দীর্ঘ দিন বিসিবির নির্বাচক হিসেবে দায়িত্ব পালনকালে ক্যারিয়ারে তাঁর প্রাপ্তি ও অপ্রাপ্তির রয়েছে।
তবে হান্নানের প্রাপ্তি ও অপ্রাপ্তির দুই জায়গায় জড়িয়ে আছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর সময় নিজেদের একমাত্র অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতেছিল বাংলাদেশ। কিছুদিন আগে আক্ষেপ করেই হান্নান জানিয়েছিলেন, দেশের মাঠে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পারা তার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম অপূর্ণতা।
সাকিবের প্রসঙ্গে সে আক্ষেপের কথা গতকাল আবারও বললেন হান্নান। জানিয়েছেন, ভারত সফরে তিনি ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে বসে প্রথমে টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছের কথা বলেন সাকিব। কয়েকবার বসার পর চূড়ান্ত হয় সিদ্ধান্ত। অবসরের ব্যাপারটি কীভাবে ঘোষণা দেওয়া যায়, এ জন্য ডাকা হয় মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকেও।
সাকিব সেসময় ঘোষণা দিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট থেকে বিদায় নেবেন তিনি। যদিও সে আশা আর পূরণ হয়নি। নিজের প্রাপ্তির কথা বলতে গিয়ে হান্নান বলেন, ‘সাকিবের সঙ্গে হয়তো কখনো এক দলে বা একসঙ্গে খেলা হয়নি। ও (সাকিব) যখন শুরু করেছে আমার তখন শেষের দিকে ছিল। এক দলে ম্যানেজার বা কোচ হিসেবে কখনো থাকা হয়নি। এক সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। তবে জাতীয় দলের নির্বাচক হিসেবে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল শেষ এক বছরে। বিদায়ের সময় সাকিবের সঙ্গে সম্পর্কটা একটা প্রাপ্তি বলতে পারি।’
দেশের মাঠে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পারাকে নিজের অপ্রাপ্তি বললেন হান্নান, ‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব আল হাসান তৈরি হবে। এখনো পর্যন্ত আমি বয়সভিত্তিক দলে কাজ করেছি ৮ বছর। জাতীয় দলের নির্বাচক ছিলাম এক বছর। সাকিব আল হাসান একজনই। সেই সাকিবের সঙ্গে আমি এক বছর খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। একজন জাতীয় দলের সিলেক্টর হিসেবে এটা আমার প্রাপ্তি যেমনটা রয়েছে, অপ্রাপ্তি রয়েছে আগেও বললাম যে মাঠ থেকে বিদায় নিতে পারেনি সে। মিরপুর থেকে তার অবসরের কথা ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলটাও আমার ঘোষণা ছিল, ভিডিও বার্তায়। শেষ পর্যন্ত বিভিন্ন কারণে আর খেলা হয়নি সাকিবের।’
জাতীয় নির্বাচক প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা আগেই দিয়েছেন হান্নান সরকার। নির্বাচক হিসেবে গতকাল ছিল তাঁর শেষ কর্ম দিবস। তবে জাতীয় দলের আগে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকও ছিলেন তিনি। লম্বা দেশের ক্রিকেট বেশ কাছ থেকে দেখেছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। দীর্ঘ দিন বিসিবির নির্বাচক হিসেবে দায়িত্ব পালনকালে ক্যারিয়ারে তাঁর প্রাপ্তি ও অপ্রাপ্তির রয়েছে।
তবে হান্নানের প্রাপ্তি ও অপ্রাপ্তির দুই জায়গায় জড়িয়ে আছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর সময় নিজেদের একমাত্র অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতেছিল বাংলাদেশ। কিছুদিন আগে আক্ষেপ করেই হান্নান জানিয়েছিলেন, দেশের মাঠে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পারা তার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম অপূর্ণতা।
সাকিবের প্রসঙ্গে সে আক্ষেপের কথা গতকাল আবারও বললেন হান্নান। জানিয়েছেন, ভারত সফরে তিনি ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে বসে প্রথমে টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছের কথা বলেন সাকিব। কয়েকবার বসার পর চূড়ান্ত হয় সিদ্ধান্ত। অবসরের ব্যাপারটি কীভাবে ঘোষণা দেওয়া যায়, এ জন্য ডাকা হয় মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকেও।
সাকিব সেসময় ঘোষণা দিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট থেকে বিদায় নেবেন তিনি। যদিও সে আশা আর পূরণ হয়নি। নিজের প্রাপ্তির কথা বলতে গিয়ে হান্নান বলেন, ‘সাকিবের সঙ্গে হয়তো কখনো এক দলে বা একসঙ্গে খেলা হয়নি। ও (সাকিব) যখন শুরু করেছে আমার তখন শেষের দিকে ছিল। এক দলে ম্যানেজার বা কোচ হিসেবে কখনো থাকা হয়নি। এক সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। তবে জাতীয় দলের নির্বাচক হিসেবে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল শেষ এক বছরে। বিদায়ের সময় সাকিবের সঙ্গে সম্পর্কটা একটা প্রাপ্তি বলতে পারি।’
দেশের মাঠে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পারাকে নিজের অপ্রাপ্তি বললেন হান্নান, ‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব আল হাসান তৈরি হবে। এখনো পর্যন্ত আমি বয়সভিত্তিক দলে কাজ করেছি ৮ বছর। জাতীয় দলের নির্বাচক ছিলাম এক বছর। সাকিব আল হাসান একজনই। সেই সাকিবের সঙ্গে আমি এক বছর খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। একজন জাতীয় দলের সিলেক্টর হিসেবে এটা আমার প্রাপ্তি যেমনটা রয়েছে, অপ্রাপ্তি রয়েছে আগেও বললাম যে মাঠ থেকে বিদায় নিতে পারেনি সে। মিরপুর থেকে তার অবসরের কথা ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলটাও আমার ঘোষণা ছিল, ভিডিও বার্তায়। শেষ পর্যন্ত বিভিন্ন কারণে আর খেলা হয়নি সাকিবের।’
আসছে জুলাইয়ে বেয়াল্লিশ ছাড়িয়ে তেতাল্লিশে পা রাখবেন জেমস অ্যান্ডারসন। এ বয়সে এসেও ইংল্যান্ডের সাবেক এই পেসার মনে করেন, আরও দুই তিন বছরে খেলার সামর্থ্য আছে তাঁর।
৭ ঘণ্টা আগেবুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে গত শনিবার গোল করেছেন হ্যারি কেইন। তাঁর এবং লে রয় সানের জোড়া গোলের সুবাদে বায়ার্ন ম্যাচটি জেতে ৩-২ গোলে। এই ম্যাচে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেইন, আর সে কীর্তিতে বায়ার্নের ইংলিশ এই স্ট্রাইকার পাশে বসে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।
৮ ঘণ্টা আগেএফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার চোট পেয়েছে মাঠ ছাড়েন আর্লিং হালান্ড। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিটকে গেছেন হালান্ড। সেটা কত দিনের জন্য—প্রশ্ন এখন এটাই।
৯ ঘণ্টা আগেপ্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন...
৯ ঘণ্টা আগে